Question:প্রাণী ও উদ্ভিদ কী ছাড়া বেঁচে থাকতে পারে না?
Answer
প্রাণী ও উদ্ভিদ বায়ু ছাড়া বেঁচে থাকতে পারে না।
Question:প্রাণী ও উদ্ভিদ কী ছাড়া বেঁচে থাকতে পারে না?
প্রাণী ও উদ্ভিদ বায়ু ছাড়া বেঁচে থাকতে পারে না।
Question:উদ্ভিদ ও প্রাণী বেঁচে থাকার জন্য যে যে উপাদান প্রয়োজন, সেগুলোর দুইটির নাম লিখ।
উদ্ভিদ ও প্রাণী বেঁচে থাকার জন্য যে যে উপাদান প্রয়োজন, তার মধ্যে দুইটির নাম হলো- ১. পানি; ২. বায়ু।
Question:খাদ্যজাল কী?
খাদ্যজাল হলো কতগুলো খাদ্যশৃঙ্খলের সমষ্টি যাদের একটি অন্যটির সাথে পরস্পর সম্পর্কযুক্ত।
Question:খাদ্য শৃঙ্খলের একটি উদাহরণ লেখ।
খাদ্য শৃঙ্খলের একটি উদাহরণ হলো- ঘাস `=>` ঘাসফড়িং `=>` ব্যাঙ `=>` সাপ।
Question:পরিবেশের উপাদানগুলোকে কয় ভাগে ভাগ করা যায়?
পরিবেশের উপাদানগুলোকে দুই ভাগে ভাগ করা যায়, যথা- জীব ও জড়।