বিজ্ঞান - পঞ্চম শ্রেণি



  1. Question:জীবের বেঁচে থাকার জন্য কী কী প্রয়োজন? 

    Answer
    জীবের বেঁচে থাকার জন্য বায়ু, পানি ও খাদ্য প্রয়োজন।






    1. Report
  2. Question:পানিতে বাস করে এমন দুটি উদ্ভিদের নাম লেখ। 

    Answer
    পানিতে বাস করে এমন দুটি উদ্ভিদের নাম হলো-
    ১. শাপলা, ২. কচুরিপানা।






    1. Report
  3. Question:বীজের বিস্তরণ কী? 

    Answer
    মাতৃউদ্ভিদ থেকে বিভিন্ন স্থানে বীজের ছড়িয়ে পড়াই হলো বীজের বিস্তরন।






    1. Report
  4. Question:খাদ্যশৃঙ্খল কাকে বলে? 

    Answer
    সূর্যশক্তি খাদ্যের মাধ্যমে এক জীব হতে অপর জীবে স্থানান্তরের ফলে যে শৃঙ্খল গঠিত হয়, তাকে খাদ্যশৃঙ্খল বলে।






    1. Report
  5. Question:খাদ্যজাল কীভাবে তৈরি হয়? 

    Answer
    পরিবেশে বিদ্যামান খাদ্য শৃঙ্খলগুলো একটি অপরটির সাথে যুক্ত হয়ে খাদ্যজাল তৈরি করে।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd