বিজ্ঞান - পঞ্চম শ্রেণি



  1. Question:কীভাবে ঘূর্ণিঝড় সৃষ্টি হয় তা পাঁচটি বাক্যে লেখ। 

    Answer
    ঘূর্ণিঝড় হলো নিম্নচাপের ফলে সৃষ্ট ঘূর্ণায়মান সামুদ্রিক বজ্রঝড়। অত্রাধিক গরমের ফলে ভারত মহাসাগর ও বঙ্গোপসাগরের পানি ব্যাপক হারে বাষ্পে পরিণত হয়। এর ফলে ঐ সকল স্থানে সৃষ্ট নিম্নচাপ থেকেই ঘূর্ণিঝড় তৈরি হয়। ঘূর্ণিঝড়ের সময় দমকা হাওয়া বইতে থাকে ও মুষল ধারে বৃষ্টি হতে থাকে। কখনো কখনো ঘূর্ণিজড়ের ফলে জলোচ্ছাস সৃষ্টি হয়।






    1. Report
  2. Question:বৃষ্টিপাতের সাথে আর্দতার কি সম্পর্ক রয়েছে? 

    Answer
    বৃষ্টিপাতের সাথে আর্দ্রতার সম্পর্ক রয়েছে। আর্দ্রতা হলো বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ। বায়ুতে জলীয়বাষ্প বাড়লে বৃষ্টিপাতের পরিমাণও বাড়ে। আবার, জলীয়বাষ্প কমলে বৃষ্পিপাতের পরিমাণও বাড়ে। আবার, জলীয়বাষ্প কমলে বৃষ্পিপাতের পরিমাণও কমে।
    ঢাকার মাসিক গড় বৃষ্টপাত ও আর্দ্রতা লক্ষা করলে দেখা যায় যে, বর্ষাকাল অর্থাৎ জুন হতে আগষ্ট মাসে মাসিক গড় বৃষ্টিপাতের পরিমাণ সর্বোচ্চ। কিন্তু শীতকাল অর্থাৎ ডিসেম্বর থেকে ফেব্রয়ারী মাসে বর্ষাকালের ও  আর্দ্রতার পরিমাণ সর্বনিম্ন।






    1. Report
  3. Question:বৈশ্বিক উষ্ণায়ন কী? 

    Answer
    পৃথিবীর গড় তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পাওয়াকে বলা হয় বৈশ্বিক উষ্ণায়ন।






    1. Report
  4. Question:বৈশ্বিক উষ্ণায়নের প্রধান কারণ কী? 

    Answer
    বৈশ্বিক উষ্ণায়নের প্রধান কারণ গ্রিন হাউজ প্রভাব।






    1. Report
  5. Question:বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের একটি উদাহরণ দাও। 

    Answer
    বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের একটি উদাহরণ হলো ঘন ঘন ঘূর্ণিঝড় হওয়া।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd