বিজ্ঞান - পঞ্চম শ্রেণি



  1. Question:পৃথিবীর বায়ুমন্ডল গ্রিন হাউজের কাচের মতো কাজ করে কেন? 

    Answer
    পৃথিবীর চারিদিকে ঘিরে আছে বায়ুমন্ডল। এই বায়ুমন্ডলে রয়েছে কার্বন ডাইঅক্সাইড, মিথেন, জলীয়বাষ্পসহ অন্যান্য গ্যাস। বায়ুস্থ এই কার্বন ডাইঅক্সাইড, মিথেন ও জলীয়বাষ্প গ্রিন হাউজের মত কাজ করে। কারণ সূর্যের আলো এসব গ্রঅসের স্তরকে ভেদ করে পৃথিবীকে উষ্ণ করে। কিন্তু উত্তপ্ত পৃথিবী থেকে তাপ বিকিরিত হয়ে চলে যাবার সময় এ গ্যাসগুলো বাধা দেয়। ফলে পৃথিবী রাতের বেলাতেও গরম থাকে। এভাবেই পৃথিবীর বায়ুমন্ডল গ্রিন হাউজের কাচের মতো কাজ করে।






    1. Report
  2. Question:জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ানো বা অভিযোজন কী ব্যাখ্যা কর। 

    Answer
    পরিবর্তত জলবায়ুতে বেঁচে থাকার জন্য গৃহীত কর্মসূচিই হলো জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ানো বা অভিযোজন। অভিযোজনের উদ্দেশ্য হলো জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট ঝুঁকি কমানো ও পরিবর্তিত পরিস্থিতিতে টিকে থাকার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা। এসব ব্যবস্থার মধ্যে রয়েছে-
    ১. ঘরবাড়ি, বিদ্যালয়, কলকারখানা ইত্যাদি অবকাঠামোর উন্নয়ন।
    ২. বন্যা ও ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ।
    ৩. উপকূলীয় বন সৃষ্টি করা।
    ৪. লবণাক্ত পরিবেশে বাঁচতে পারে এমন ফসল উদ্ভাবন।
    ৫. জলবায়ু পরিবর্তনের কারণ সম্পর্কিত ধারণা সকলকে জানানো ইত্যাদি।






    1. Report
  3. Question:পৃথিবীর গড় তাপমাত্রা বাড়তে থাকলে আমাদের জীবনে এর কী প্রবাব পড়বে? 

    Answer
    পৃথিবীর গড় তাপমাত্রা বেড়ে যাওয়ার ঘটনাকে বলা হয় বৈশ্বিক উষ্ণায়ন। বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে মেরু অঞ্চলের বরফ গলছে এবং সমুদ্রের পানির উষ্ণতা বৃদ্ধি পেতে থাকলে বাংলাদেশের উপকূলীয় নিম্নাঞ্চল এক সময় পানির নিচে তলিয়ে যাবে। ফলে অনেক প্রাণহানি হবে ও অনেক মানুষ ঘরবাড়ি হারাবে। ফলে দেশে ভয়াবহ দুর্যোগ নেমে আসবে।






    1. Report
  4. Question:প্রাকৃতিক দুর্যোগের একটি কারণ লেখ। 

    Answer
    প্রাকৃতিক দুর্যোগেরএকটি কারণ হলো- গাছাপালা কেটে বনভূমি ধ্বংস করা।






    1. Report
  5. Question:বৈশ্বিক উষ্ণায়ন কাকে বলে? 

    Answer
    পৃথিবীর গড় তাপমাত্রা ধীরে ধীরে বেড়ে যাওয়াকে বৈশ্বিক উষ্ণায়ন বলে।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd