বিজ্ঞান - পঞ্চম শ্রেণি



  1. Question:‘গ্রিন হাউস’ বলতে কী বোঝায়? 

    Answer
    শীতপ্রধান দেশে তীব্র শীতে গাছপালা টিকে থাকতে পারে না। সেখানে কাচের বা প্লাস্টিকের ঘর বানিয়ে সবুজ শাকসবজি চাষ করা হয়। এ রকম ঘরকে গ্রিন হাউস বলে।






    1. Report
  2. Question:বাংলাদেশের জলবায়ু কেমন? 

    Answer
    বাংলাদেশের জলবায়ু উষ্ণ এবং আর্দ্র।






    1. Report
  3. Question:জলবায়ু বলতে কী বুঝ? 

    Answer
    জলবায়ু হলো কোনো জায়গার অনেক বছরের আবহাওয়ার একটি সামগ্রিক অবস্থা।






    1. Report
  4. Question:গ্রিন হাউজ গ্যাসগুলো কী কী? 

    Answer
    গ্রিন হাউজ গ্যাসগুলো হলো-
    ১. কার্বন ডাইঅক্সাইড;
    ২. মিথেন;
    ৩. জলীয় বাষ্প।






    1. Report
  5. Question:শীত প্রধান দেশে কী উদ্দেশ্যে গ্রিন হাউজ বানানো হয়? 

    Answer
    শীত প্রধান দেশে শীতের তীব্রতা থেকে গাছপালাকে বাঁচিয়ে রাখতে গ্রীনহাউস বানানো হয়।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd