বিজ্ঞান - পঞ্চম শ্রেণি



  1. Question:কোন অঞ্চলের আবহাওয়ার পরিবর্তন কোন কোন বিষয় দেখে নির্ণয় করা যায়? 

    Answer
    কোনো অঞ্চলের আবহাওয়ার পরিবর্তন নির্ণয় করতে যে বিষয়গুলো পর্যবেক্ষণ করতে হয়, সেগুলো হলো-
    ১. তাপমাত্রা;
    ২. বৃষ্টপাতের পরিমাণ;
    কালবৈশাখী বা ঘূর্ণিঝড়ের প্রবণতা।






    1. Report
  2. Question:জলবায়ুর পরিবর্তন কাকে বলে? 

    Answer
    আবহাওয়ার উপাদানগুলোর উল্লেখযোগ্য স্থায়ী পরিবর্তনকে জলবায়ুর পরিবর্তন বলা হয়।






    1. Report
  3. Question:পৃথিবীর জলবায়ু কোন ধরনের পরিবর্তিত হচ্ছে? 

    Answer
    বৈশ্বিক উষ্ণায়নের কারণে পৃথিবীর জলবায়ু ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে।






    1. Report
  4. Question:বায়ুমণ্ডল কী? 

    Answer
    বায়ুমন্ডল হলো পৃথিবীকে ঘিরে থাকা বায়ুর স্তর।






    1. Report
  5. Question:জীবাশ্ম জ্বালানি ব্যবহৃত হয় এমন তিনটি উদাহরণ দাও। 

    Answer
    জীবাশ্ম জ্বালানি ব্যবহৃত হয় এমন তিনটি উদাহরণ হলো-
    ১. ঘূণিঝড়
    ২. জলোচ্ছ্বাস;
    ৩. বন্যা;
    ৪. নদীভাঙন।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd