বিজ্ঞান - পঞ্চম শ্রেণি



  1. Question:তুমি দৈনিক পত্রিকায় পড়লে পৃথিবীর গড় তাপমাত্রা ধীরে ধীরে বাড়ছে। পৃথিবীর তাপমাত্রা এভাবে বেড়ে যাওয়াকে কী বলে? পরিবেশের ওপর এর প্রভাব সম্পকেৃ ৪টি বাক্য লেখ। 

    Answer
    পৃথিবীর গড়তাপমাত্রা ধীরে ধীরে বেড়ে যাওয়াকে বৈশ্বিক উষ্ণায়ন বলে।
    পরিবেশের ওপর বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব হলো-
    ১. আবহাওয়ার বিভিন্ন  উপাদানের পরিবর্তন ঘটছে।
    ২. বৃষ্টিপাতের ধরন বদলে যাচ্ছে।
    ৩. বৈশ্বিক উষ্ণতার কারণে পৃথিবীর জলবায়ুও ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে।
    ৪. বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড বৃদ্ধি পাচ্ছে।






    1. Report
  2. Question:শীতকালে কাচের ঘরে সূর্য তাপ আটকে রেখে শাক সবজি উৎপাদন করা যায়। এরূপ ঘরকে কী বলে? এই ঘরের ন্যায় কাজ করে এমন বিষয় সম্পর্কে ৪টি বাক্যে লেখ। 

    Answer
    শীতকালে কাচের ঘরে সূর্যের তাপ আটকে রেখে শাকসবজি উৎপাদন করা যায় এরূপ ঘরকে গ্রিন হাউজ বলে। গ্রিন হাউজের ন্যায় পৃথিবীর বায়ুমন্ডল কাজ করে। এ সম্পর্কে ৪টি বাক্য নিম্নরূপ:
    ১. বায়ুমণ্ডলের জলীয় বাষ্প ও কার্বন ডাইঅক্সাইড গ্যাস গ্রিন হাউজের কাচের দেয়ালের মতো কাজ করে।
    ২. দিনের বেলায় সূর্যের আলো বায়ুমণ্ডলের ভেতর দিয়ে ভূপৃষ্ঠে এসে পড়ে এবং ভূপৃষ্ঠ উত্তপ্ত হয়।
    ৩. কিছু তাপ বায়ুমণ্ডলের গ্যাসগুলোর কারণে আটকা পড়ে।
    ৪. ফলে রাতের বেলায় পৃথিবী উষ্ণ থাকে, আর তাপ ধরে রাখার এই ঘটনাকে গ্রিন হাউজ বলে।






    1. Report
  3. Question:তুমি কলকারখানায় অনেক জীবাশ্ম জ্বালানি পোড়াতে দেখ এরূপ ৩টি জীবাশ্ম জ্বালানির নাম লেখ। এই জ্বালানি পোড়ানোর ফলে কোন গ্যাস নির্গতহয়? এই গ্যাস পৃথিবীতে কী সৃষ্টি করছে? 

    Answer
    কলকারখানায় পোড়ানো হয় এমন তিনটি জীবাশ্ম জ্বালানি হলো: ১. কয়লা, ২.তেল ও ৩.প্রাকৃতিক গ্যাস।
    এই জ্বালানিপোড়ানোর ফলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস নির্গত হয়। কার্বন ডাইঅক্সাইড গ্যাস পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি করে বৈশ্বিক উষ্ণায়ন সৃষ্টি করছে।






    1. Report
  4. Question:একটি অঞ্চলের জলবায়ু পরিবর্তন সে অঞ্চলের প্রাকৃকি দুর্যোগের ঝুঁকি বাড়ায়। এই দুর্যোগের ঝুঁকি সম্পর্কে ৩টি বাক্য লেখ। কোন কৌশল অবলম্বন করে এ দুর্যোগ মোকাবেলা করা যায়? 

    Answer
    জলবায়ু পরিবর্তন প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বাড়ায়। যেমন- 
    ১. ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের হার ও মাত্রা বৃদ্ধি করে।
    ২. হঠাৎ ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যা দেখা দেবে।
    ৩. বৃষ্টিপাতের পরিমাণ কমে খরা দেখা দেবে।
    দুইটি কৌমল অবলম্বন করে এ দুর্যোগ মোকাবেলা করা যেতে পারে, একটি হলো জলবায়ু পরিবর্তনের হার কমানো। অপরটি জলবায় পরিবর্তনের সাথে খাপ খাওয়ানো বা অভিযোজন।






    1. Report
  5. Question:পৃথিবীর বায়ুমণ্ডল কীভাবে গ্রিন হাউজের মতো কাজ করে তা ৫টি বাক্যে লেখ। 

    Answer
    পৃথিবীর বায়ুমণ্ডল যে গ্রিন হাউজের মতো কাজ করে তা ৫টি বাক্যে নিচে বর্ণনা করাহলো-
    ১. পৃথিবীর বায়ুমণ্ডলের জলীয় বাষ্প ও কার্বন ডাইঅক্সাইড গ্যাস গ্রিন হাউজের কাচের দেয়ালের মতো কাজ করে।
    ২. দিনের বেলায় সূর্যের আলো বায়ুমণ্ডলের ভেতর দিয়ে ভূ-পৃষ্ঠে এসে পড়ে এবং ভূপৃষ্ঠ উত্তপ্ত হয়।
    ৩. রাতে ভূপৃষ্ঠ থেকে সেই তাপ বায়ুমণ্ডলে ফিরে আসে এবং ভূ-পৃষ্ঠে শীতল হয়।
    ৪. কিছু তাপ বায়ুমণ্ডলের ঐ গ্যাসগুলোর কারণে আটকা পড়ে বলে রাতের বেলায়ও পৃথিবী উষ্ণ থাকে।
    ৫. আর তাপ ধরে রখবার এই ঘটনাকেই গ্রিন হাউজ প্রভাব বলা হয়।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd