বিজ্ঞান - পঞ্চম শ্রেণি



  1. Question:মানুষের কর্মকাণ্ড কীভাবে বৈশ্বিক উষ্ণায়ন বৃদ্ধি করছে তা ৫টি বাক্যে লেখ। 

    Answer
    মানুষের কর্মকাণ্ড কীভাবে বৈশ্বিক উষ্ণায়ন বৃদ্ধি করে তা হলো-
    ১. মানুষ বিদ্যুৎ উৎপাদনসহ যানবাহন ও কলকারখানা প্রভৃতিতে জীবাশ্মজ্বালানি ব্যবহার করার ফলে বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইড নির্গত হয়।
    ২. বনভূমি ধ্বংসের ফলে গাছপালার মাধ্যমেকার্বন ডাইঅক্সা্ইডের শোষণের হার কমছে।
    ৩. ফলে বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধিপাচ্ছে।
    ৪. এতে বাতাসে ডাই অক্সাইড বেশি পরিমাণ তাপ ধরে রাখছে।
    ফলে দিন দিন পৃথিবীর তাপমাত্রা বেড়ি বৈশ্বিক উষ্ণায়ন ঘটছে।






    1. Report
  2. Question:জলাবায়ু পরিবর্তনের ফলে সৃষ্টি হতে পারে এমন পাঁচটি প্রাকৃতিক দূর্যোগ উল্লেখ কর। 

    Answer
    জলাবায়ু পরিবর্তনের ফলে সৃষ্টি হতে পারে এমন পাঁচটি প্রাকৃতিক দূর্যোগ হলো-
    ১. ঘূর্ণিঝড়ের হার ও মাত্রা বৃদ্ধি করবে।
    ২. জলোচ্ছ্বাসের হার ও মাত্রা বৃদ্ধি করবে।
    ৩. হঠাৎ ভারী বৃষ্টিপাত ও আকশ্মিক বন্যা দেখা দেবে।
    ৪. বৃষ্টিপাতের পরিমাণ কমে খরা দেখা দেবে।
    ৫. সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পেয়ে নদীর পানির লবণাক্ততা বৃদ্ধ পাবে।






    1. Report
  3. Question:জলবায়ু পরিবর্তনের সাথে আমরা কীভাবে খাপ খাওয়াতে পারি তা ৫টি বাক্যে লেখ। 

    Answer
    জলবায়ু পরিবর্তনের সাথে আমরা কীভাবে খাপ খাওয়াতে পারি তা ৫টি বাক্যে লেখা হলো-
    ১. ঘরবাড়ি, বিদ্যালয়, কলাকারখানা ইত্যাদি অবকাঠামোর উন্নয়ন করা।
    ২. বন্যা ও ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ করা।
    ৩. উপকূলীয় বন সৃষ্টি করা।
    ৪. লবণাক্ত পরিবেশ বাঁচতে পারে এমন ফসল উদ্ভাবন করা।
    ৫. জীবনযাপনের ধরন পরিবর্তন করা।






    1. Report
  4. Question:মানবসৃষ্ট সম্পদের ৫টি উদাহরণ দাও। 

    Answer
    মানবসৃষ্ট সম্পদের ৫টি উদাহরণ হলো-
    ১. কাগজ, ২. প্লাস্টিক, ৩. কাচ, ৪. বিদ্যুৎ, ৫. ঘরবাড়ি ইত্যাদি।






    1. Report
  5. Question:অনবায়নযোগ্য সম্পদের ৩টি বিকল্প সম্পদের উদাহরণ দাও। 

    Answer
    অনবায়নযোগ্য সম্পদ একবার ব্যবহার করলে তা আর ফিরে পাওয়া যায় না। তাই এর বিকল্প ৩টি উদাহরণ হলো- ১. সূর্যের আলো, ২. বায়ুপ্রবাহ, ৩. পানির স্রোত।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd