বিজ্ঞান - পঞ্চম শ্রেণি



  1. Question:প্রাকৃতিক সম্পদ ও মানবসৃষ্ট সম্পদের মধ্যে মিল ও পার্থক্য কোথায়? 

    Answer
    প্রাকৃতিক সম্পদ ও মানবসৃষ্ট সম্পদের মধ্যে মিল ও পার্থক্য হলো-
    মিল :
    ১. প্রাকৃতিক সম্পদ ও মানবসৃষ্ট সম্পদ উভয়ই প্রকৃতি থেকে আসে। 
    ২. উভয় সম্পদই প্রধনত মানুষের প্রয়োজনে ব্যবহার হয়।
    ৩. উভয় সম্পদ সংরক্ষণের মাধ্যমে আমারা পরিবেশ দূষণ কমাতে পারি।
    
    অমিল :
    ১. প্রাকৃতিক সম্পদ প্রাকৃতিকভাবে সৃষ্ট, অন্যদিকে মানবসৃষ্ট সম্পদ কৃত্রিমভাবে সৃষ্ট।
    ২. প্রাকৃতিক সম্পদ মানবসৃষ্ট সম্পদের উপর নির্ভর করে না।
    ৩. প্রাকৃতিক সম্পদ ইচ্ছেমতো সৃষ্টি করা যায় না, অন্যদিকে মানবসৃষ্ট সম্পদ ইচ্ছেমতো সৃষ্টি করা যায়।






    1. Report
  2. Question:একটি সুন্দর বাড়ি তৈরি করতে তোমার কোন কোন প্রাকৃতিক সম্পদ ও মানবসৃষ্ট সম্পদ প্রয়োজন হবে? 

    Answer
    একটি সুন্দর বাড়ি তৈরি করতে আমার যেসব প্রাকৃতিক সম্পদ ও মানবসৃষ্ট সম্পদের প্রয়োজন হয় তা নিচে দেওয়া হলো-
    প্রাকৃতিক সম্পদ :
    ১. গাছ
    ২. পানি
    ৩. মাটি
    ৪. বালি
    ৫. পাথর, চুনাপাথর
    ৬. জীবাশ্ম জ্বালানি
    মানবসৃষ্ট সম্পদ :
    ১. কাঠ
    ২. ইট
    ৩. সিমেন্ট
    ৪. রড
    ৫. বিদ্যুৎ
    ৬. কাচ






    1. Report
  3. Question:নবায়ন যোগ্য প্রাকৃতিক সম্পদ কাকে বলে? 

    Answer
    যেসব প্রাকৃতিক সম্পদ পুনরায় ব্যবহার করা যায় তাদের নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ বলে।






    1. Report
  4. Question:দুটি কৃত্রিম সম্পদের উদাহরণ খাতায় লেখ। 

    Answer
    দুইটি কৃত্রিম সম্পদের উদাহরণ হলো-
    ১. প্লাস্টিক ও ২. কাচ।






    1. Report
  5. Question:সম্পদ সংরক্ষণের একটি পদ্ধতির নাম লেখ। 

    Answer
    সম্পদ সংরক্ষণের একটি উপায় হলো- রিসাইকেল করা।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd