1. Question:`(x + y)^3`এবং `x^3 + 3x^2 y + 3xy^2 + y^3`বীজগণিতীয় রাশি । ক. দ্বিতীয় রাশিটির ক্ষেত্রে x এর সর্বোচ্চ ঘাত কত ? ২ খ. x = 2, y = 1 হলে দ্বিতীয় রাশিটির মান নির্ণয় কর । ৪ গ. `x = 2, y = 1` হয়, তবে দেখাও যে, উপরোক্ত রাশি দুইটির মান একই । 

    Answer
    ক. প্রদত্ত দ্বিতীয় রাশিতে x এর ঘাতসমৃহ হলো :
    
        3, 2, 1 ও 0
    
        :. x এর সর্বোচ্চ ঘাত = 3
    
    
    খ. দেওয়া আছে,
    
                   x = 2 এবং y = 1
     
    :. দ্বিতীয় রাশি`= x^3 + 3x^2 y + 3xy^2 + y^3`
    
                  `= (2)^3 + 3 xx (2)^2 xx 1 + 3 xx 2 xx (1)^2 + (1)^3`[মান বসিয়ে]
    
                  `= 2 xx 2 xx 2 + 3 xx 2 xx 2 xx 1 + 3 xx 2 xx 1 xx 1 + 1 xx 1 xx 1`
     
                  `= 27`
    
    গ. দেওয়া আছে, x = 2 এবং y = 1
    
        :. প্রথম রাশি `= (x + y)^3`
    
                       `= (2 + 1)^3` মান বসিয়ে
      
                       `= (3)^3 = 3 xx 3 xx 3 = 27` 
    
     এবং দ্বিতীয় রাশি `= x^3 + 3x^2 y + 3xy^2 + y^3`
    
                      `= 27`
    
     [’খ’ হতে `(x^3 + 3x^2 y + 3xy^2 + y^3)` এর মান বসিয়ে ]
    
     :. রাশি দুটির মান সমান ।






    1. Report
  2. Question:x = 3, y = 5 হলে-------- ক. `(x + y)^2` = কত ? 2 খ. `((x + y)^2 + (x - y)^2)/4` এর মান নির্ণয় কর । 4 গ. দেখা্ও যে, `y^2 - x^2 = (x + y) (y - x)` 4 

    Answer
    ক. দেওয়া আছে,` x = 3, y = 5`
    
     `:. (x + y)^2 = (3 + 5)^2`
    
     ` = (8)^2 = 8 xx 8`
    
     `= 64`
    
    খ. এখানে, `((x + y)^2 + (x - y)^2)/4`
    
               `= (64 + (3 - 5)^2)/4`['ক' হতে `(x + y^2)`এর মান বসিয়ে]
    
               `= (64 + (-2)^2)/4`
    
               `= (64 + (- 2) xx (- 2))/4`
    
               `= (64 + 4)/4`
    
               `= 68/4`
    
               `= 17`
    
    গ. এখানে, `y^2 - x^2 = (5)^2 - (3)^2`
    
                                `= 5 xx 5 - 3 xx 3 `
    
                                `= 25 - 9 = 16`
    
     এবং `(x + y) (y - x) = (3 xx 5) (5 - 3) = 8 xx 2 = 16`
    
     `:. y^2 - x^2 = (x + y) (x - y)`






    1. Report
  3. Question:‍যদি `a = 2, b = 3, c = 4, x = 1, y = 2, z = 2` হয় ক. `5x - 7y + 8z`= কত ? ২ খ. `(5a + 7b + 9c)/(5x - 7y + 8z)` এর মান নির্ণয় কর । ৪ গ. `(10a + 20b + 30c) - (5x - 7y + 8z) + (10)/y + (80)/z` এর মান নির্ণয় কর । ৪ 

    Answer
    ক. দেওয়া আছে, `x = 1, y = 2, z = 2`
    
               `:. 5x - 7y + 8z = 5 xx 1 - 7 xx 2 + 8 xx 2`
    
                          `= 5 - 14 + 16 = 7`
    
    
    খ. দেওয়া আছে,`a = 2, b = 3, c = 4`
    
                   `:. (5a + 7b + 9c)/(5x - 7y + 8z)`
    
                   `= (5a + 7b + 9c)/7` [’ক’ হতে `(5x - 7y + 8z)` এর মান বসিয়ে]
    
                    `= (5 xx 2 + 7 xx 3 + 9 xx 4)/7 [:. a = 2, b = 3, c = 4]`
    
                    `= (10 + 21 + 36)/7`
    
                    `= (67)/7`
    
    গ. `(10a + 20b + 30c) - (5x - 7y + 8z) + (10)/y + (80)/z`
    
    `= (10a + 20b + 30c) - 7 + (10)/y + (80)/z`['ক' হতে প্রাপ্ত `(5x - 7y + 8z)`এর মান বসিয়ে ]






    1. Report
  4. Question:3a + 4b, a + 3b 

    Answer
    3a + 4b,a + 3b
    
    সমাধান : সদৃশ পদগুলো তাদের স্ব-স্ব চিহৃসহ নিচে নিচে লিখে পাই,
    
          3a + 4b
    
           a + 3b
         _________
           4b + 7b
    
    নির্ণেয় যোগফল 4a + 7b






    1. Report
  5. Question:`2a + 3b , 3a +5b, 5a + 6b` 

    Answer
    সমাধান: সদৃশ পদগুলো তাদের স্ব-স্ব চিহৃসহ নিচে নিচে লিখে পাই,
    
                  2a + 3b
    
                  3a + 5b
    
                  5a + 6b
                __________
                 10a + 14b
    
    নির্ণেয় যোগফল 10a + 14b






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd