1. Question:১২০ কেজি চাল ১০ জন লোকের ২৭ দিন চলে । ১০ জন লোকের ৪৫ দিন চলতে কত কেজি চাল প্রয়োজন হবে ? 

    Answer
    ১০ জন লোকের ২৭ দিন চলে ১২০ কেজি চালে 
    
     :. ১০   ,,      ,,        ,,      `(১২০)/(২৭)`    ,,
    
     :. ১০    ,,     ,,       ,,       `(১২০ xx ৪৫)/(২৭)`   ,,
    
                               বা,   ২০০ কেজি চালে
    
      :.   চালের প্রয়োজন ২০০ কেজি ।
    
      উত্তর : ২০০ কেজি ।






    1. Report
  2. Question:২ কুইন্টার চালে ১৫ জন ছাত্রের ৩০ দিন চলে । ঐ পরিমান চালে ২০ জন ছাত্রের কত দিন চলবে ? 

    Answer
    ২ কুইন্টার চালে ১৫ জন ছাত্রের চলে ৩০ দিন 
    
      :. ২    ,,       ,,       ,,      ৩০  xx ১৫   ,,
    
      :. ২   ,,        ,,      ,,    `(৩০ xx ১৫)/(২০)`
    
                       বা, `(৪৫)/২` দিন
    
                       বা, `২২ ১/২` দিন 
    
      :. নির্ণেয় সময় `২২ ১/২` দিন 
    
       উত্তর : `২২ ১/২` দিন ।






    1. Report
  3. Question:২৫ জন ছাত্র বাস করে এমন ছাত্রাবাসে যেখানে সপ্তাহ পানির প্রয়োজন হয় ৬২৫ গ্যালন । সপ্তাহে ৯০০ গ্যালন পানিতে কতজন ছাত্র প্রয়োজন মেটাতে পারবে ? 

    Answer
    ৬২৬ গ্যালন পানি প্রয়োজন ২৫ জন ছাত্রের 
    
     :. ১    ,,     ,,      ,,      `(২৫)/(৬২৫) `   ,,
    
     :.   ৯০০      ,,      ,,      `(২৫  xx ৯০০)/(৬২৫)`    ,,
    
    
                                     বা,  ৩৬ জন ছাত্রের 
    
      উত্তর : ৩৬ জন ।






    1. Report
  4. Question:৯ জন শ্রমিক একটি কাজ ১৮ দিনে করতে পারে । ঐ কাজ ১৮ জন শ্রমিক কত দিনে করতে পারবে ? 

    Answer
    ৯ জন শ্রমিক কাজটি করতে পারে ১৮ দিনে
    
      :. ১     ,,       ,,       ,,     `১৮ xx ৯ `  ,,
    
      :.  ১৮    ,,    ,,       ,,    `(১৮ xx ৯)/(১৮)`   ,,
    
                           বা,  ৯   ,,
    
    
      উত্তর : ৯ দিন ।






    1. Report
  5. Question:একটি বাঁধ তৈরি করতে ৩৬০ শ্রমিকের ২৫ দিন সময় লাগে । ১৮ দিনে বাঁধটির কাজ শেষ করতে হলে, কতজন অতিরিক্ত শ্রমিক লাগবে ? 

    Answer
    ২৫ দিনে বাঁধটি তৈরি করতে প্রয়োজন ৩৬০ জন শ্রমিক 
    
      :. ১  ,,        ,,        ,,        `৩৬০ xx ২৫`    ,,
    
      :.    ১৮     ,,           ,,      `(৩৬০ xx ২৫)/(১৮) `  ,,   
    
                               বা, ৫০০ জন শ্রমিক 
    
      :. অতিরিক্ত শ্রমিক লাগবে (৫০০ - ৩৬০) জন = ১৪০ জন
    
      :. নির্ণেয় শ্রমিক ১৪০ জন ।
    
      উত্তর : ১৪০ জন ।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd