Question:তানভীর ও সাব্বিরের বার্ষিক পরিক্ষায় যথাক্রমে ৮০% ও ৮৫% নাম্বার পেয়েছে । তানভীর তৃনার চেয়ে ১৫% নাম্বার কম পায় । ক. তৃনা শতকরা কত নম্বর পেয়েছে ? খ. পরীক্ষার মোট নম্বর ৯০০ হলে সাব্বির ও তৃনা কত নম্বর করে পেয়েছে ? গ. তানভীরের চেয়ে তৃনা কত নম্বর বেশি পেয়েছে ?
Answer
ক. তৃনা নম্বর পেয়েছে শতকরা = (৮০ + ১৫)% = ৯৫%
খ. মোট নম্বর = ৯০০
:. সাব্বির নম্বর পেয়েছে = ৯০০ এর ৮৫%
`= ৯০০ xx (৮৫)/(১০০) = ৭৬৫`
এবং তৃনা নম্বর পেয়েছে = ৯০০ এর ৯৫%
`= ৯০০ xx (৯৫)/(১০০) = ৮৫৫`
উত্তর : ৭৬৫ নম্বর, ৮৫৫ নম্বর ।
গ. তানভীর নম্বর পেয়েছে = ৯০০ এর ৮০%
` = ৯০০ xx (৮০)/(১০০) = ৭২০`
‘খ’ হতে প্রাপ্ত তৃনা নম্বর পেয়েছে = ৮৫৫
:. তানভীরের চেয়ে তৃনা বেশি পেয়েছে = (৮৫৫ - ৭২০) নম্বর
= ১৩৫ নম্বর
উত্তর : ১৩৫ নম্বর ।