1. Question:একটি নির্বাচনে বিজয়ী প্রাথী ৬০% ভোট পেয়ে জয়ী হন । মোট ভোটার সংখ্যা ৭০০০০ ক. পরাজিত প্রাথী শতকরা কত ভোট পেয়েছেন ? খ. পরাজিত প্রাথীর ভোট সংখ্যা কত ? গ. বিজয়ী প্রাথী কত ভোটের ব্যবধানে জয় লাভ করেন এবং বিজয়ী ও পরাজিত প্রাথীর ভোটের অনুপাত নির্ণয় কর । 

    Answer
    ক. দেওয়া আছে, বিজয়ী প্রাথীর ভোট ৬০% 
    
      :. পরাজিত প্রাথীর প্রাপ্ত শতকরা ভোট (১০০ - ৬০) = ৪০
    
     খ. ‘ক’ হতে পাই, পরাজিত প্রাথী ৪০% ভোট পেয়েছেন ।
    
      দেওয়া আছে, মোট ভোটার সংখ্যা ৭০০০০
    
      :. পরাজিত প্রাথীর ভোট সংখ্যা = ৭০০০০ এর ৪০% 
    
                                  `= ৭০০০০ (৪০)/(১০০)`  
    
                                  = ২৮০০০     (উত্তর)
    
    
     গ. ‘খ’ হতে পাই, পরাজিত প্রাথীর ভোট সংখ্যা ২৮০০০
    
      :. বিজয়ী প্রাথীর ভোট সংখ্যা (৭০০০০ - ২৮০০০)
    
                                  = ৪২০০০
    
     :. ভোটের ব্যবধান (৪২০০০ - ২৮০০০) = ১৪০০০
    
     :. বিজয়ী প্রাথীর ভোট : পরাজিত প্রাথীর ভোট 
    
        = ৪২০০০ : ২৮০০০ =` (৪২০০০)/(২৮০০০)`
    
        =` (৪২)/(২৮)` [১০০০ দ্বারা ভাগ করে ]
    
        = `৩/২ `[১৪ দ্বারা ভাগ করে ]
    
        = ৩ : ২






    1. Report
  2. Question:কোন ব্যাংকারের মাসিক আয় ২৫০০০ টাকা । তার মাসিক ব্যয় ২০০০০ টাকা । ক. মাসিক আয় ও মাসিক ব্যয়ের অনুপাত কত ? ২ খ. মাসিক ব্যয় আয়ের শতকরা কত ? আয় ৫০০০ টাকা বৃদ্ধি পেলে ও ব্যয় অপরিবর্তিত থাকলে মাসিক আয় ও মাসিক ব্যয়ের অনুপাত কত ? ৪ গ. মাসিক আয় কত টাকা বৃদ্ধি পেলে মাসিক ব্যয় ২৪০০০ টাকা হবে ? ৪ 

    Answer
    ক. মাসিক ব্যয় ও আয়ের অনুপাত `= (২০০০০)/(২৫০০০) `
    
                                       ` = ৪/৫` = ৪ : ৫  (উত্তর)
    
     খ.মাসিক ব্যয় ও আয়ের শতকরা `= (৪/৫ xx ১০০)% = ৮০%`
    
      আয় ৫০০০ টাকা বৃদ্ধি পেলে মাসিক আয় হবে 
    
     = (২৫০০০ + ৫০০০) টাকা = ৩০০০০ টাকা
    
      :. মাসিক আয় ও ব্যয়ের অনুপাত `= (৩০০০০)/(২০০০০) = ৩ : ২`
    
      উত্তর : ৮০% ৩ : ২ ।
    
     গ. এখন, ব্যয় ২০,০০০ টাকা হয় যখন আয় ২৫,০০০ টাকা
    
       :.    ,,    ১      ,,        ,,       ,,       `(২৫০০০)/(২০০০০)`  ,,
    
      :.     ,,    ২৪০০০         ,,        ,,     `(২৫০০০ xx ৬০০০)/(২০০০০)`    ,,
    
                                     = ৩০০০০ টাকা
    
      :. মাসিক আয় বৃদ্ধি করতে হবে = (৩০০০০  -২৫০০০) টাকা 
    
            = ৫০০০ টাকা ।   (উত্তর)






    1. Report
  3. Question:একজন বই বিক্রেতা গণিত বই বিক্রয়ের ক্ষেত্রে ২০ টাকায় ৪ টাকা কমিশন দিলে ৫ টাকা লাভ হয় । ক. দোকারদার শতকরা কত টাকা কমিশন দেন ? ২ খ. প্রতি কপি গণিত বইয়ের প্রকৃত মূল্য ১২০ টাকা হলে বিক্রয়মূল্য কত ? ৪ গ. এক হাজার কপি গণিত বই বিক্রয় করলে দোকানদারের কত লাভ হবে ? ৪ 

    Answer
    ক. কমিশন ও বিক্রয়মূল্যের অনুপাত = `৪/(২০) = ১/৫`
    
      :. শতকরা কমিশন দেয় =` (১/৫ xx ১০০) % = ২০% `
    
      উত্তর : ২০%
    
     খ. ’ক’ হতে পাই, 
    
       ১০০ টাকায় কমিশন দেয় ২০ টাকা 
    
      :. ১     ,,     ,,       ` (২০)/(১০০) `  ,,
    
      :.  ১২০   ,,     ,,      `(২০ xx ১২০)/(১০০)` 
    
                = ২৪ টাকা
    
     :. বইয়ের বিক্রয়মূল্য = (১২০ - ২৪) টাকা 
    
                          = ৯৬ টাকা   (উত্তর)
    
    
     গ. ২০ টাকায় লাভ হয় ৫ টাকা
    
      :. ১     ,,     ,,       ,,     `৫/(২০)`    ,,
    
      :.   ১২০      ,,        ,,     `(৫ xx ১২০)/(২০)`   ,,
    
                       = ৩০ টাকা
    
      অর্থাৎ ১ টি বইয়ে লাভ হয় ৩০ টাকা
    
      :.  ১০০০    ,,         ,,        ,,     ` (৩০ xx ১০০০)`  ,,
    
                     = ৩০০০০ টাকা
    
      উত্তর : ৩০০০০ টাকা ।






    1. Report
  4. Question:একটি লোহার পাত ও একটি তামার পাতের দৈঘ্য যথাক্রমে ৬৭২ সে.মি ও ৯৬০ সে.মি । ক. ৬৭২ এর মেীলিক গুণনীয়কগুলো লেখ । খ. পাত দুইটি থেকে কেটে নেওয়া একই মাপের সবচেয়ে বড় দৈঘ্য কত হবে ? গ. প্রত্যেক পাতের টুকরার সংখ্যা নির্ণয় কর । 

    Answer
    ক. `৬৭২ = ২ xx ২ xx ২ xx ২ xx ২ xx ৩ xx ৭ ।`
    
               :. ৬৭২ এর মেীলিক গুণনীয়কগুলো ২, ২, ২, ২, ২, ৩, ৭  (উত্তর)
    
      খ. নির্ণেয় একই মাপের সবচেয়ে বড় টুকরার দৈঘ্যের সাংখ্যিক মান হবে ৬৭২ 
    
          এবং ৯৬০ এর গ.সা.গু এর সমান ।
    
         এখানে ৬৭২ এর মেীলিক গুণনীয়কগুলো ২, ২, ২, ২, ২, ৩, ৭ এবং ৯৬০ 
    
        এর মেীলিক গণনীয়কগুলো ২, ২, ২, ২, ২, ৩, ৫
    
        ৬৭২ এবং ৯৬০ এর সাধারণ মেীলিক গুণনীয়কগুলো ২, ২, ২, ২, ২, ৩, 
    
       :. ৬৭২ এবং ৯৬০ এর গ.সা.গু `= ২ xx ২ xx ২ xx ২ xx ২ xx ৩ = ৯৬`
    
       :. একই মাপের সবচেয়ে বড় টুকরার দৈঘ্য ৯৬ সে.মি ।  (উত্তর)
    
    
       গ. লোহার পাতের টুকরার সংখ্যা `(৬৭২)/(৯৬)` = ৭ টি
    
           এবং তামার পাতের টুকরার সংখ্যা `(৯৬০)/(৯৬)` = ১০ টি
    
           :. লোহার পাতের টুকরার সংখ্যা ৭ টি 
    
          এবং তামার পাতের টুকরার সংখ্যা ১০ টি  (উত্তর)






    1. Report
  5. Question:`2x + 3y :- 4x - 5x xx 8y` রাশিটিতে কয়টি পদ আছে এবং পদগুলো কী কী ? 

    Answer
    `2x + 3y :- 4x - 5x xx 8y` রাশিটিতে 3টি পদ আছে। পদগুলো হলো 
    
                  `2x, 3y :- 4x`এবং `5x xx 8y`






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd