Question:একটি নির্বাচনে বিজয়ী প্রাথী ৬০% ভোট পেয়ে জয়ী হন । মোট ভোটার সংখ্যা ৭০০০০ ক. পরাজিত প্রাথী শতকরা কত ভোট পেয়েছেন ? খ. পরাজিত প্রাথীর ভোট সংখ্যা কত ? গ. বিজয়ী প্রাথী কত ভোটের ব্যবধানে জয় লাভ করেন এবং বিজয়ী ও পরাজিত প্রাথীর ভোটের অনুপাত নির্ণয় কর ।
Answer
ক. দেওয়া আছে, বিজয়ী প্রাথীর ভোট ৬০%
:. পরাজিত প্রাথীর প্রাপ্ত শতকরা ভোট (১০০ - ৬০) = ৪০
খ. ‘ক’ হতে পাই, পরাজিত প্রাথী ৪০% ভোট পেয়েছেন ।
দেওয়া আছে, মোট ভোটার সংখ্যা ৭০০০০
:. পরাজিত প্রাথীর ভোট সংখ্যা = ৭০০০০ এর ৪০%
`= ৭০০০০ (৪০)/(১০০)`
= ২৮০০০ (উত্তর)
গ. ‘খ’ হতে পাই, পরাজিত প্রাথীর ভোট সংখ্যা ২৮০০০
:. বিজয়ী প্রাথীর ভোট সংখ্যা (৭০০০০ - ২৮০০০)
= ৪২০০০
:. ভোটের ব্যবধান (৪২০০০ - ২৮০০০) = ১৪০০০
:. বিজয়ী প্রাথীর ভোট : পরাজিত প্রাথীর ভোট
= ৪২০০০ : ২৮০০০ =` (৪২০০০)/(২৮০০০)`
=` (৪২)/(২৮)` [১০০০ দ্বারা ভাগ করে ]
= `৩/২ `[১৪ দ্বারা ভাগ করে ]
= ৩ : ২