1. Question:5+11+17+23+............+59=কত ? 

    Answer
    প্রদত্ত ধারাটি, 5+11+17+23+......+59
     
     যার প্রথম পদ,a=5
    
     এবং সাধারন অন্তর,d=11-5=6
    
     `:.`এটি একটি সমান্তর ধারা ।
     
     মনেকরি, ধারাটির n তম পদ =59
     
     আমরা জানি, n তম পদ =a+(n-1)d
    
     `:.`a+(n-1)d=59
      
     বা, 5+(n-1)` xx` 6=59 [মান বসিয়ে]
      
     বা , 5+6n-6=59
       
     বা, 6n-1=59
       
     বা, 6n=59+1
       
     বা,6n=60
       
     বা,`n=60/6`
    
     `:.`n=10
     
     আমরা জানি সমান্তর ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি,
     
     `s_n=n/2{2a+(n-1)d}`
    
     `:. s_10=10/2{2 xx 5+(10-1)6}`[n.aএবং d এর মান বসিয়ে]
    
     =5(10+9 `xx` 6)
    
     =5(10+54)
    
    `=5  xx 64`
    
      =320
    
      Ans:320






    1. Report
  2. Question:29+25+21+.................-23=কত ? 

    Answer
    প্রদত্ত ধারাটি,29+25+21+..................-23 
     
     যার প্রথম পদ a=29
    
     এবং সাধারন অন্তর, d=25-29=-4
    
     `:.`এটি একটি সমান্তর ধারা ।
     
     মনে করি,ধারাটির n তম পদ = -23
    
     আমরা জানি, n তম পদ =a+(n-1)d
    
    `:.` a+(n-1)d=-23
    
      বা , 29+(n-1) `xx`(-4)=-23[ a এবং d এর মান বসিয়ে]
     
      বা , 29-4n+4=-23
      
      বা, 33-4n=-23
      
      বা,-4n=-23-33
      
      বা,-4n=-56
      
      বা,`n=-56/-4`
    
     `:.` n=14
     
      আমরা জানি, সমান্তর ধারার প্রথম n সংখ্যক পদের যোগফল,
    
     `s_n=n/2{2a+(n-1)d}`
    
     `:. s_14=14/2{2 xx 29+(14-1) xx (-4)}`[ n,  a এবং d এর মান বসিয়ে]
    
      =7{58+13 `xx` (-4)}
    
      =7{58-52}
    
      =7`xx`6
    
      =42
    
      Ans:42.






    1. Report
  3. Question:কোন সমান্তর ধারার 12 তম পদ 77 হলে, এর প্রথম 23 টি পদের সমষ্টি কত ? 

    Answer
    মনে করি, সমান্তর ধারাটির প্রথম পদ =a
     
     এবং সাধারন অন্তর =d
    
     আমরা জানি n তম পদ = a+(n-1)d
    
     `:.` 12 তম পদ  =a+(12-1)d=a+11d
      
     প্রশ্নমতে,  a+11d=77................(i)
    
     `:.` প্রথম 23 পদের সমষ্টি,
    
     `s_23= 23/2`{2a+(23-1)d}
    
     =`23/2`{2a+22d}
    
     =`23/2 xx 2` (a+11d)
    
     =23` xx `(a+11d)
    
     =23 `xx` 77   [(i) নং  থেকে a+11d=77]
    
     =1771
    
     Ans:1771.






    1. Report
  4. Question:একটি সমান্তর ধারার 16 তম পদ -20 হলে এর প্রথম 31 টি পদের সমষ্টি কত ? 

    Answer
    মনে করি, সমান্তর ধারাটির প্রথম পদ =a
    
     ও সাধারন অন্তর =d
    
     এবং ধারাটির 16 তম পদ =-20
      
     আমরা জানি ,
     
     n তম পদ =a+(n-1)d
    
     `:.` 16  তম পদ =a+(16-1)d
      
     বা, -20=a+15d
    
     `:.` a+15d = -20
    
      আবার, আমরা জানি,
     
      সমান্তর ধারার প্রথম n সংখ্যক পদের 
      
      সমষ্টি, `s_n` =`n/2`{2a+(n-1)d}
    
     `:. s_31 = 31/2`{2a+(31-1)d}
       
     =`31/2`{2a+30d}
       
     =`31/2  xx `2(a+15d)
     
     =31 `xx` (-20) [`:.` a+15d = -20]
    
     = - 620
    
     Ans: - 620






    1. Report
  5. Question:9+7+5+............... ধারাটির প্রথম n পদের যোগফল -144 হলে, n এর মান নির্নয় কর । 

    Answer
    প্রদত্ত ধারাটি , 9+7+5+....
    
     যার প্রথম পদ ,a=9
    
     এবং সাধারন অন্তন, d=7-9= -2
    
     এটি একটি সমান্তন ধারা ।
     
     আমরা জানি, কোন সমান্তর ধারার পদসংখ্যা n হলে,
    
     n সংখ্যক পদের যোগফল, `s_n = n/2{2a+(n-1)d}`
    
     =`n/2`{2.9+(n-1)(-2)}[মান বসিয়ে]
    
     =`n/2`(18+2-2n)
    
     =`n/2`(20-2n)
    
     =n(10-n)
    
     প্রশ্নমতে, n(10-n) = -144
      
     বা, 10n - `n^2`+144=0
      
     বা, `n^2`-10n - 144 = 0 [ উভয়কে (-1) দ্বারা গুন করে]
      
     বা, `n^2`- 18n + 8n-144 = 0
      
     বা, n(n-18) + 8(n-18) = 0
     
     `:. `(n+8)(n-18) =0
     
     হয় , n+8 = 0          অথবা, n-18=0
    
     `:.`n= - 8              `:.`n=18
    
     কিন্তু,কোন ধারার পদসংখ্যা ঋনাত্বক হতে পারে না ।
    
     সুতরাং ,n= - 8 গ্রহনযোগ্য নয় ।
    
     অতএব, n এর মান 18.
    
     Ans:18.






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd