1. Question:১১.> বর্গ মূল নির্ণয় কর (তিন দশমিক স্থান পর্যন্ত) এবং দুই দশমিক স্থান পর্যন্ত বর্গমূলগুলোর আসন্ন মান লেখ: ক. 12 খ. 0.25 গ. 1.34 ঘ. 5.1302 

    Answer
    ক. 12-এর বর্গমূল = √12
    
      এখানে, 3|12.00 00 00|3.464
                    9
                 ______
                  64|300
                       256
                     ____
                      686|4400
                             4116
                         ______
                      6924|28400
                              27696
                            _______
                               704
    
                  অতএব, 12-এর তিন দশমিক স্থান পর্যন্ত বর্গমূল = 3.464 
            
                  এবং দুই দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান = 3.46
    
              :. নির্ণেয় বর্গমূল = 3.464, 3.46 (আসন্ন)
    
    
    
      খ. 0.25-এর বর্গমূল = √0.25
    
             এখানে, 5|0.252525...|0.502
                            25
                         ________
                      1002| 2525
                               2004
                              _____
                               521
    
    
            অতএব 0.25-এর তিন দশমিক স্থান পর্যন্ত বর্গমূল = 0.502 
    
            এবং দুই দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান = 0.50
    
          :. নির্ণেয় মান = 0.502, 0.50 (আসন্ন)
    
      
       গ.  1.34-এর বর্গমূল = √1.34
    
             1.34 = 1.344444.......
    
     এখানে,1|1.34 44 44.......|1.159
                1
               _________
                21|34
                     21
                  ______
                  225|1344
                        1125
                      ________
                    2309|21944
                            20781
                          _______
                            1163 
    
        অতএব, 1.34-এর তিন দশমিক স্থান পর্যন্ত বর্গমূল = 1.159
    
        এবং দুই দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান = 1.16
    
        :. নির্ণেয় বর্গমূল = 1.159, 1.16 (আসন্ন)
    
     
      ঘ.  5.1302-এর বর্গমূল = √5.1302
    
           5.1302 = 5.130230......
    
                   2|5.130230.....|2.265
                      4
                      ___________
                   42|113
                          ________
                     446|2902
                           2676
                          ______
                        4525|22630
                                22625
                                ______
                                       5
    
               অতএব, 5.1302-এর তিন দশমিক স্থান পর্যন্ত বর্গমূল = 2.265
    
               এবং দুই দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান = 2.27
    
             :. নির্ণেয় বর্গমূল = 2.265, 2.27 (আসন্ন)






    1. Report
  2. Question:১২.> নিচের কোন সংখ্যাগুলো মূলদ এবং কোন সংখ্যাগুলো অমূলদ লেখ: ক. 0.4 খ. √9 গ. √11 ঘ. `sqrt(6)/3` ঙ. `sqrt(8)/sqrt(7)` চ. `sqrt(27)/sqrt(48)` ছ. `3/(3/7)` জ. 5.639 

    Answer
    ক. `0.4 = 4/9`
    
        :. 0.4 সংখ্যাটি মূলদ।
    
    
     খ. `sqrt(9) = sqrt(3 xx 3)`
    
                 `= sqrt(3)^2 = 3`
    
                `:. sqrt(9)` সংখ্যাটি মূলদ।
    
     গ. `sqrt(11)`
    
          যেহেতু 11 পৃর্ণ বর্গসংখ্যা নয়।
    
          :. `sqrt(11)` সংখ্যাটি অমূলদ।
    
    
     ঘ. `sqrt(6)/3 = sqrt(3 xx 2)/(sqrt(3))^2`
    
                     `= sqrt(3) xx sqrt(2)/sqrt(3) xx sqrt(3)`
    
                     `= sqrt(2)/sqrt(3)`
    
                     `= sqrt(2/3)`
    
                   যেহেতু `2/3` পূর্ণবর্গ ভগ্নাংশ নয়।
    
                :. `sqrt(6)/3` সংখ্যাটি অমূলদ।
    
     ঙ. `sqrt(8)/sqrt(7) = (sqrt(2) xx sqrt(4))/sqrt(7)`
    
             `= sqrt(2 xx sqrt(2)^2)/sqrt(7)`
    
             `= (2sqrt(2))/sqrt(7)`
    
             `= 2sqrt(2/7)`
    
              যেহেতু `2/7` পূর্ণবর্গ ভগ্নাংশ নয়।
    
           :. `sqrt(8)/sqrt(7)` সংখ্যাটি অমূলদ।
    
       
     চ. `sqrt(27)/sqrt(48) = sqrt(3 xx sqrt(9))/sqrt(3 xx sqrt(16))`
    
              = `sqrt(9)/sqrt(16)`
    
            `= 3/4`
    
            `:. sqrt(27)/sqrt(48)`  সংখ্যাটি মূলদ।
    
     ছ.  `2/3/3/7 = 2/3 -: 3/7`
    
                    `= 2/3 xx 7/3`
    
    
     জ. `5.637 = (5639 - 5)/(999)`
    
                   `= (5634)/(999)`
    
                   `= (626)/(111)`
    
                :. সংখ্যাটি মূলদ।
    
                    `= (14)/9`
    
                   :. সংখ্যাটি মূলদ।






    1. Report
  3. Question:১৩.> সরল কর: ক. `(0.3 xx 0.83) -: (0.5 xx 0.1) + 0.35 -: 0.08` খ. `[(6.27 xx 0.5) -: {(0.5 xx 0.75) xx 8.36}]` `-: {(0.25 xx 0.1) xx (0.75 xx 21.3) xx 0.5}` 

    Answer
    ক.  `(0.3 xx 0.83) -: (0.5 xx 0.1) + 0.35 -: 0.08`
      
          `= ((3/9) xx (83 - 8))/(90) -: (5/(10 xx 1/9)) + (35 - 3)/(90) -: 8/(90)`
    
          `= (1/3 xx (75)/(90)) -: 5/(90) + (32)/(90) -: 8/(90)`
    
          `= 5/(18) -: 5/(90) + (32)/(90) xx (90)/8`
    
          `= 5/(18) xx (90)/5 + 4`
    
            = 5 + 4
    
            = 9
    
       :. নির্ণেয় সরলফল = 9 
    
    
    
    
      খ.` [(6.27 xx 0.5) -: {(0.5 xx 0.75) xx 8.36}]`
    
             `-: {(0.25 xx 0.1) xx (0.75 xx 21.3) xx 0.5}`
    
        
         `= [((627)/(100) xx 5/(10)) -: {(5/(10) xx (75)/(100)) xx (836)/(100)}] `
    
          
             `-:{((25)/(100) xx 1/(10) xx ((75)/(100) xx (213 - 21)/9) xx 5/(10)}`
    
         
         `= [(627)/(200) -: {3/8 xx (836)/(100)}] -: {1/(40) xx 3/4 xx (192)/9 xx 5/(10)}`
    
         
         `= [(627)/(200) -: (627)/(200)] -: {1/(40) xx 16 xx 1/2}`
    
         `= [(627)/(200) xx (200)/(627)] -: 1/5`
    
         `= 1 -: 1/5 = 1 xx 5 = 5`
    
         :. নির্ণেয় সরলফল = 5






    1. Report
  4. Question:১৪.> `sqrt(5)` ও 4 দুইটি বাস্তব সংখ্যা। ক. কোনটি মূলদ ও কোনটি অমূলদ সংখ্যা নির্দেশ কর। খ. `sqrt(5)`ও 4 এর মধ্যে দুইটি অমূলদ সংখ্যা নির্ণয় কর। গ. প্রমাণ কর যে, `sqrt(5)` একটি অমূলদ সংখ্যা। 

    Answer
    ক. যেহেতু 5 পূর্ণবর্গ সংখ্যা নয়। 
    
        সেহেতু `sqrt(5)` সংখ্যাটি অমূলদ।
    
         `4 = 4/1` যা মূলদ  [`p/q` আকারে লেখা যায়]
    
          :. 4 সংখ্যাটি মূলদ।
    
     
     খ. এখানে, `sqrt(5)` = 2.236067........
    
          মনে করি, a = 2.4040040004.......
    
              এবং b = 2.5050050005........
    
        স্পষ্টত a ও b দুইটি বাস্তব সংখ্যা এবং উভয়ই `sqrt(5)`অপেক্ষা বড়
    
         ও  4 অপেক্ষা ছোট।
    
         অর্থাৎ`sqrt(5) <a <4` এবং `sqrt(5) <b <4`
    
         আবার a ও b কে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না।
    
          :. a ও b নির্ণেয় সংখ্যাদ্বয় যেখানে উভয় সংখ্যাই অমূলদ।
    
          [ বি:দ্র: এভাবে অসংখ্য অমূলদ সংখ্যা পাওয়া যাবে। ]
    
     
      গ.   আমরা জানি, 4 <5 <9
    
           `:. sqrt(4) < sqrt(5) < sqrt(9)`
    
            বা, `2< sqrt(5) <3`
    
          `:. sqrt(5),` 2 থেকে বড় কিন্তু 3 থেকে ছোট।
    
            অতএব`sqrt(5)` পূর্ণ সংখ্যা নয়।
    
           `:. sqrt(5)`মূলদ সংখ্যা অথবা অমূলদ সংখ্যা। 
    
             যদি`sqrt(5)` মূলদ সংখ্যা হয় তবে
    
             ধরি `sqrt(5) = p/q;`যেখানে  p ও q উভয়ই স্বাভাবিক সংখ্যা ও পরস্পর
    
              সহমৌলিক এবং  q>1।
    
              বা, `5 = p^2/q^2` [বর্গ করে]
    
              বা, `5q = p^2/q` [উভয়পক্ষকে q দ্বারা ভাগ করে]
    
               স্পষ্টত, `5q` পূর্ণ সংখ্যা।
    
               কিন্তু `p^2/q`পূর্ণ  সংখ্যা নয়, কারণ p ও q স্বাভাবিক সংখ্যা ও এরা 
    
                     সহমৌলিক এবং q>1।
    
               সুতরাং`p^2/q`, 5q এর সমান হতে পারে না, অর্থাৎ`5q != p^2/q`
    
                অতএব, `sqrt(5)` এর মান `p/q` এর আকারের কোনো সংখ্যাই হতে
    
                পারে না, অর্থাৎ `sqrt(5) != p/q`
    
               `:. sqrt(5)` মূলদ সংখ্যা নয়।
    
                  সুতরাং `sqrt(5)` অমূলদ সংখ্যা।






    1. Report
  5. Question:1.>`a = sqrt(5), b = sqrt(27/3), c = sqrt(6),` d = π ক. মূলদ ও অমূলদ সংখ্যা সনাক্ত কর। খ. প্রমান কর যে, c একটি অমূলদ সংখ্যা। গ. b ও d এর মাঝে দুইটি মূলদ ও অমূলদ সংখ্যা নির্ণয় কর। 

    Answer
    ক. দেওয়া আছে,
    
                 `a = sqrt(5), b = sqrt(27/3), c = sqrt(6), d = π`
    
        এখানে, `b = sqrt(27/3) = sqrt(9) = 3`যা একটি পূর্ণসংখ্যা।
     
         মূলদ সংখ্যা = b ও অমূলদ সংখ্যা = a, c, d
    
    
    
    
       খ.  আমরা জানি, `4<6<9`
    
                    `:. sqrt(4) <sqrt(6) <sqrt(9)`
    
                   বা, `2<sqrt(6) <3`
    
                   সূতরাং,`sqrt(6)`এর মান 2 অপেক্ষা বড় কিন্তু 3 থেকে ছোট।
    
                  অতএব, `sqrt(6)`পূর্ণ সংখ্যা নয়।
    
                  `:. sqrt(6)` মূলদ সংখ্যা অথবা অমূলদ সংখ্যা।
    
                  যদি, `sqrt(6)`মূলদ সংখ্যা হয় তবে
    
                  ধরি, `sqrt(6) = p/q;`যেখানে  p ও q উভয়ই স্বাভাবিক সংখ্যা ও পরস্পর
    
                         সহমৌলিক এবং `q>1`
    
                   বা, `6 = p^2/q^2` [বর্গ] করে 
    
                   বা, `6q = p^2/q` [উভয়পক্ষকে q দ্বারা গুণ করে ]
    
                   স্পষ্টত: 6q পূর্ণসংখ্যা কিন্তু `p^2/q` পূর্ণ সংখ্যা নয়, কারণ p ও q
    
                   স্বাভাবিক সংখ্যা ও এরা পরস্পর সহমৌলিক এবং `q>1`।
    
                   সুতরাং 6q এবং `p^2/q`সমান হতে পারে, অর্থাৎ, `6q != p^2/q`
    
                   `:. sqrt(6)` এর মান `p/q` আকারের কোনো সংখ্যাই হতে পারে না,
    
                    অর্থাৎ `sqrt(6) != p/q`
    
                    সুতরাং `sqrt(6)`
    
                     `:. sqrt(6)`অমূলদ সংখ্যা।
    
     
    
     গ.    দেওয়া আছে, `b = sqrt(27/3)` = 3; d = π = 3.14159.........
    
               b ও d এর মাঝে দুইটি মূলদ সংখ্যা:
    
              (i) 3.1 বা `(31)/(10)`
    
             (ii) 3.12 বা `(78)/(25)`
    
              b ও d এর মাঝে দুইটি অমূলদ সংখ্যা:
    
              মনে করি,
    
              x = 3.01001000100001...........
    
              y = 3.101001000100001.....
    
              স্পষ্টত: x ও y উভয়ই দুইটি বাস্তব সংখ্যা এবং উভয়ই 3
    
              অপেক্ষা বড় এবং 3.14159....... অপেক্ষা ছোট।
    
              অর্থাৎ 3<3.01001000100001.....<3.14159.......
    
              এবং  3<3.101001000100001......<3.14159......
    
               আবার,  x ও y কে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা যায় না।
    
               :. x ও y দুইটি নির্ণেয় অমূলদ সংখ্যা।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd