আলোর প্রতিফলন



  1. Question:টেলিস্কোপ তৈরিতে কী ব্যবহৃত হয়? 

    Answer
    টেলিস্কোপ তৈরিতে সমতল দর্পণ ব্যবহৃত হয়।






    1. Report
  2. Question:রৈখিক ববর্ধন কী? 

    Answer
    রৈখিক বিবর্ধণ বলতে বোঝায় বিম্ব লক্ষ বস্তুর কত গুণ। বিম্বের দৈর্ঘ্য ও লক্ষ বস্তুর দৈর্ঘ্যর অনুপাতকে রৈখিক বিবর্ধন বলে।






    1. Report
  3. Question:দর্পণ কী? 

    Answer
    দর্পণ; যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে দর্পণ বলে।






    1. Report
  4. Question:স্নেলের সূত্রানুযায়ী পরম প্রতিসরণাঙ্ক কাকে বলে? 

    Answer
    স্নেলের সূত্রানুযায়ী একজোড়া নির্দিষ্ট মাধ্যম ও নির্দিষ্ট রঙের আলোর জন্য আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাতকে প্রতিসরণাঙ্ক বলে। এই মাধ্যম দুটির মাঝে একটি যদি শূন্য মাধ্যম হয় তবে তার সাপেক্ষে অন্য মাধ্যমের প্রতিসরণাঙ্ককে পরম প্রতিসরণাঙ্ক বলে।






    1. Report
  5. Question:দিনের বেলায় চাঁদকে সাদা দেখালেও সূর্যাস্তের পর চাঁদকে কেমন দেখায়- ব্যাখ্যা কর। 

    Answer
    দিনের বেলায় আকাশ কর্তৃক বিক্ষিপ্ত হালকা নীল আলো চাঁদের নিজস্ব রঙের সাথে মিশে যায়। এ দুইটি বর্ণের মিশ্রণের ফলে চোখে চাঁদকে সাদা বলে মনে হয়।
    কিন্তু সূর্যাস্তের পর আকাশের হালকা নীল রঙ লোপ পায় বলে চাঁদকে হলদে বলে মনে হয়।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd