আলোর প্রতিফলন



  1. Question:ডাক্তাররা চোখ, নাক, কান, গলা, পর্যবেক্ষণের জন্য অবতল দর্পণ ব্যবহার করেন কেন? 

    Answer
    আমরা জানি, অবতল দর্পণে আপতিত আলো অভিসারী রাশিগুচ্ছ সৃষ্টি করতে পারে। এ দর্পণের সাহায্যে আলোক-রশ্মিগুচ্ছকে একত্রিত করে একটি নির্দিষ্ট বিন্দুতে ফেরা যায়। এ কারণেই ডাক্তাররা চোখ, নাক, কান ও গলা পর্যবেক্ষণের জন্য অবতল দর্পণ ব্যবহার করেন।






    1. Report
  2. Question:সিলভারিং কী? 

    Answer
    কাঁচের উপর ধাতুর প্রলেপ দেওয়াকে পারা লাগানো বা সিলভারিং করা বলে।






    1. Report
  3. Question:অবতল দর্পণে সৃষ্ট বিম্বের আকৃতি ও প্রকৃতি কীরূপ হয়? 

    Answer
    অবতল দর্পণে সৃষ্ট বিম্ব নিম্নরূপ হতে পারে।
    ১. (ক): পৃকৃতি: সদ ও উল্টো।
        (খ): আকৃতি: বিবর্ধিত, লক্ষবস্তুর সমান অথবা খর্বিত।
    ২. (ক) প্রকৃতি: অসদ ও সোজা।
        (খ) আকৃতি: বিবর্ধিত।






    1. Report
  4. Question:প্রতিফলক পৃষ্ঠ কী? 

    Answer
    যে পৃষ্ঠ হতে আলোক রশ্মি প্রতিফলিত হয়ে ফিরে আসে তাকে প্রতিফলক পৃষ্ঠ বলে।






    1. Report
  5. Question:দন্ত চিকিৎসক কোন দর্পণ ব্যবহার করেন? 

    Answer
    দন্ত চিকিৎসকগণ অবতল দর্পণ ব্যবহার করেন।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd