পদার্থের অবস্থা ও চাপ



  1. Question:অ্যালুমিনিয়ামের হাঁড়ি=পাতিল পানিতে ভেসে থাকে কেন? 

    Answer
    অ্যালুমিনিয়ামের হাঁড়ি-পাতিলের উপর পানির প্লবতা বেশি হওয়ায় এটি পানিতে ভেসে থাকে। অ্যালুমিনিয়অমের দ্বারা অপসারিত পানির ওজন হাঁড়ি-পাতিলের ওজন থেকে হওয়া, তাই অ্যালুমিনিয়ামের হাঁড়ি-পাতিল পানিতে ভাসে। অর্থাৎ অ্যালুমিনিয়অমের হাড়ি পাতিলের ভিতরের অংশ ফাঁকা হওয়ায় হাড়ি পাতিলের উপর পানি কর্তৃক উর্ধ্বমুখী বল বেশি, ফলে হাড়ি পাতিল পানিতে ভাসে।






    1. Report
  2. Question:বায়ুমন্ডলীয় চাপ কাকে বলে? 

    Answer
    বায়ু তার ওজনের জন্য ভূ-পৃষ্ঠে প্রতি একক ক্ষেত্রফলে লম্বভাবে যে পরিমাণ বল প্রয়োগ করে তাকে ঐ স্থানের বায়ুমন্ডলীয় চাপ বলে।






    1. Report
  3. Question:বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পেলে বায়ুমন্ডলের চাপ কমে কেন? 

    Answer
    জলীয় বাষ্প বায়ু অপেক্ষা হলকা হওয়ায় বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পেলে বায়ুমন্ডলের চাপ কমে যায়।
    রান্নার সময় জলীয় বাষ্পকে উপরের দিকে উঠে যেতে দেখা যায়। এ থেকে বোঝা যায় বায়ু অপেক্ষা জলীয় বাষ্পের ঘনত্ব কম। এ কারণে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পেলে বায়ুর গড় ঘনত্ব হ্রাস পায়। তাই বাযুতে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পেলে চাপ হ্রাস পায়।






    1. Report
  4. Question:ট্রাভেলিং ব্যাগে চাকা লাগানো হয় কেন? ব্যাখ্যা কর। 

    Answer
    ট্রাভেলিং ব্যাগে চাকা না থাকলে এটি টেনে নেয়ার সময় বিসর্প ঘর্ষণ বা পিছলানো ঘর্ষণের সম্মুখীন হতো। বিসর্প ঘর্ষণের তুলনায় আবর্ত ঘর্ষণের মান কম। তাই উচ্চমানের ঘর্ষণ এড়িয়ে সহজে টেনে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে ট্রাভেলিং ব্যাগে চাকা লাগানো হয়।






    1. Report
  5. Question:ব্যারোমিটার কী? 

    Answer
    ব্যারোমিটার হলো বায়ুরচাপ পরিমাপক যন্ত্র।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd