পদার্থের অবস্থা ও চাপ



  1. Question:টরিসেলির শূন্য স্থান বলতে কী বোঝায়? 

    Answer
    একমুখ বন্ধ একমিটার লম্বা একটি পারদপূর্ণ কাঁচ নলকে পারদপূর্ণ পাত্রে উল্টা করে খাড়াভাবে রাখলে পারদ স্তম্ভের উচ্চতায় 75cm এ নেমে আসে। কাঁচ নলের বন্ধ প্রান্ত পর্যন্ত স্থানটুকু শূন্য থাকে। এই শূন্য স্থানকে পরিসেলির শূন্য স্থান বলে।






    1. Report
  2. Question:সোনার ঘনত্ব কত? 

    Answer
    সোনার ঘনত্ব 19300`(kgm^(-3)`






    1. Report
  3. Question:ভালো ডিম পানিতে ডুবলেও পচা ডিম পানিতে ভাসে কেন? 

    Answer
    পচা ডিমের ঘনত্ব ভালো ডিমের চে”েয় কম বলে ভালো ডিম পানিতে ডুবলেও পচা ডিম পানিতে ভাসে।






    1. Report
  4. Question:বায়ুমন্ডলীয় চাপ কী? 

    Answer
    বায়ুমন্ডল তার ওজনের জন্যে ভূ-পৃষ্ঠে প্রতি একক ক্ষেত্রফলে লম্ববাবে যে পরিমাণ বল প্রয়োগ করে তাকে ঐ স্থানের বায়ুমন্ডলীয় চাপ বলে।






    1. Report
  5. Question:কোনো স্থানে সময়ের সঙ্গে সঙ্গে বায়ুমন্ডলীয় চাপের পরিবর্তন ঘটে কেন? 

    Answer
    কোন স্থানে সময়ের সঙ্গে সঙ্গে বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণের হৃাস-বৃদ্ধি তথা বায়ুর ঘনত্বের পরিবর্তন ঘটে। এজন্যে কোন স্থানে সময়ের সঙ্গে সঙ্গে বায়ুমন্ডলীয় চাপের পরিবর্তন ঘটে। বায়ুর তাপমাত্রার পরিবর্তনেও ঘনত্বের পরিবর্তন হয় ফলে চাপ পরিবর্তীত হয়।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd