Question:আপাত প্রসারণ পাত্রের উপাদানের ওপর নির্ভর করে না ব্যাখ্যা কর।
Answer
পাত্রের প্রসারণ বিবেচনা না করে আপাত দৃষ্টিতে তাপ প্রয়োগে তরল পদার্থের যে প্রসারণ হয় তাকে আপাত প্রসারণ বলে। যেহেতু এক্ষেত্রে পাত্রের প্রসারণ বিবেচনা করা হয় না, তাই আপাত প্রসারণ পাত্রের উপাদানের ওপর নির্ভর করে না।