বস্তুর উপর তাপের প্রভাব



  1. Question:সীসার ক্ষেত্র প্রসারণ সহগ `57.2xx10^(-6)K^(-1)` বলতে কী বুঝায়? 

    Answer
    সীসার ক্ষেত্র প্রসারণ সহগ `57.2xx10^(-6)K^(-1)` বলতে বুঝায় `1m^2` ক্ষেত্রফলের সীসার তাপমাত্রা 1K বৃদ্ধি করলে ক্ষেত্রফল `57.2xx10^(-6)m^2` বৃদ্ধি পায়।






    1. Report
  2. Question:আপেক্ষিক তাপের একক কী? 

    Answer
    আপেক্ষিক তাপের একক `Jkg^(-1)K^(-1)`।






    1. Report
  3. Question:তাপ ও তাপমাত্রার মধ্যে ২টি পার্থক্য নির্ণয় কর। 

    Answer
    ক) তাপ: তাপ হচ্ছে এক প্রকার শক্তি যা উষ্ণতর বস্তু থেকে শীতলতর বস্তুর দিকে প্রবাহিত হয়।
    তাপমাত্রা: তাপমাত্রা হচ্ছে কোনো বস্তুর এমন এক তাপীয় অবস্থা যা নির্ধারণ করে ঐ বস্তুটি অন্য বস্তুর তাপীয় সংস্পর্শে এলে বস্তুটি তাপ গ্রহণ করবে না বর্জন করবে।
    খ) তাপ: তাপের প্রবাহ তাপের পরিমাণের ওপর নির্ভর করে না।
    তাপমাত্রা: তাপের প্রবাহ তাপমাত্রার ওপর নির্ভর করে।






    1. Report
  4. Question:গলন কাকে বলে? 

    Answer
    তাপ প্রয়োগে কঠিন পদার্থকে তরলে পরিণত করাকে গলন বলে।






    1. Report
  5. Question:তাপ ধারণ ক্ষমতা এবং আপেক্ষিক তাপের মধ্যে ২টি পার্থক্য লিখ। 

    Answer
    তাপ ধারণ ক্ষমতা এবং আপেক্ষিক তাপের পার্থক্য নিম্নরূপ: 
    ক) তাপ ধারণ ক্ষমতা: কোন বস্তুর তাপমাত্রা 1K বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে ঐ বস্তুর তাপ ধারণ ক্ষমতা বলে।
    আপেক্ষিক তাপ: 1Kg ভরের বস্তুর তাপমাত্রা 1K বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে ঐ বস্তুর উপাদানের আপেক্ষিক তাপ।
    খ) তাপ ধারণ ক্ষমতা: তাপধারণ ক্ষমতার একক `JK^(-1)`।
    আপেক্ষিক তাপ: আপেক্ষিক তাপের একক `Jkg^1K^(-1)`।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd