বস্তুর উপর তাপের প্রভাব



  1. Question:ক ও খ নামক দুটি পাত্রের সমপরিমাণ পানি আছে। ক পাত্রের পানির তাপমাত্রা খ পাত্রের চেয়ে কম হলে তাপের পরিমাণ কোন পাত্রে বেশি? 

    Answer
    আমরা জানি বস্তুতে তাপের পরিমাণ `Q = mSDeltatheta`
    যদি ভর ও উপাদান অপরিবর্তিত থাকে তবে `Q prop Deltatheta`
    সুতরাং যেহেতু ক পাত্রের পানির তাপমাত্রা খ পাত্রের চেয়ে কম, সেহেতু খ পাত্রের পানির তাপ বেশি।






    1. Report
  2. Question:এক ক্যালরি সমান কত জুল? 

    Answer
    এক ক্যালরি সমান 4.2 জুল।






    1. Report
  3. Question:পুরু কাচের গ্লাসে গরম পানি ঢাললে গ্লাসটি ফেটে যায় কেন? 

    Answer
    পুরু কাচের গ্লাসের গরম পানি ঢালার ফলে ঐ গ্লাসের ভিতরের অংশ গরম পানির সংস্পর্শে প্রসারিত হয়, কিন্তু কাচ তাপের কুপরিবাহক বলে ঐ তাপ বাইরের অংশে সঞ্চারিত হতে পারে না। তাই ভিতরের অংশ প্রসারিত হলেও বাইরের অংশ প্রসারিত হতে পারে না এবং এতে প্রসারণ বলের জন্য কাচ ফেঁটে যায়।






    1. Report
  4. Question:তাপমাত্রা পরিমাপের যন্ত্রের নাম কী? 

    Answer
    তাপমাত্রা পরিমাপের যন্ত্রের নাম থার্মোমিটার।






    1. Report
  5. Question:দুটি বরফখন্ডকে একত্রে ধরে চাপ দিয়ে চাপ অপসারণ করলে জোড়া লেগে যায় কেন? 

    Answer
    দুটি বরফখন্ডকে একত্রে চাপ দিলে এদের মধ্যবর্তী অঞ্চলের গলনাঙ্ক হ্রাস পায়। ফলে একই তাপমাত্রায় সেখানকার বরফ গলতে থাকে। চাপ অপসারণ করলে আবার গলনাঙ্ক বৃদ্ধি পায় এবং এর ফলে মধ্যবর্তী পানি জমে বরফ হয়ে যায় এবং বরফ খন্ড দুটি জোড়া লাগে।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd