Question:ক ও খ নামক দুটি পাত্রের সমপরিমাণ পানি আছে। ক পাত্রের পানির তাপমাত্রা খ পাত্রের চেয়ে কম হলে তাপের পরিমাণ কোন পাত্রে বেশি?
Answer
আমরা জানি বস্তুতে তাপের পরিমাণ `Q = mSDeltatheta` যদি ভর ও উপাদান অপরিবর্তিত থাকে তবে `Q prop Deltatheta` সুতরাং যেহেতু ক পাত্রের পানির তাপমাত্রা খ পাত্রের চেয়ে কম, সেহেতু খ পাত্রের পানির তাপ বেশি।