বস্তুর উপর তাপের প্রভাব



  1. Question:`1^0C` কী? 

    Answer
    স্বাভাবিক চাপে গলন্ত বরফের এবং ফুটন্ত পানির তাপমাত্রার ব্যবধানের একশত ভাগের এক ভাগই `1^0C` বা এক ডিগ্রি সেলসিয়াস।






    1. Report
  2. Question:তাপধারণ ক্ষমতার একক কী? 

    Answer
    তাপধারণ ক্ষমতার একক `JK^(-1)`।






    1. Report
  3. Question:তাপমাত্রা কী? 

    Answer
    তাপমাত্রা হচ্ছে কোনো বস্তুর তাপীয় অবস্থা যা নির্ধারণ করে ঐ বস্তুটিকে অন্য বস্তুর সংস্পর্শে আনলে বস্তুটি তাপ গ্রহণ করবে না বর্জন করবে।






    1. Report
  4. Question:কোনো বস্তুর তাপধারণ ক্ষমতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? 

    Answer
    কোনো বস্তুর তাপধারণ ক্ষমতা দুইটি বিষয়ের ওপর নির্ভর করে। বিষয়গুলো হচ্ছে- ১. বস্তুর ভর এবং ২. বস্তুর উপাদান।






    1. Report
  5. Question:বরফ বিন্দু কী? 

    Answer
    প্রমাণ চাপে যে তাপমাত্রায় বিশুদ্ধ বরফ গলে পানি হয় অথবা পানি জমে বরফ হয় তাই বরফ বিন্দু।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd