বস্তুর উপর তাপের প্রভাব



  1. Question:তাপের প্রবাহ কিসের ওপর নির্ভর করে? 

    Answer
    তাপের প্রবাহ তাপমাত্রার ওপর নির্ভর করে। তাপ বেশি তাপমাত্রার বস্তু থেকে কম তাপমাত্রার বস্তুতে গমন করে।






    1. Report
  2. Question:তরলের আপাত প্রসারণ ঋণাত্মক হতে পারে কি? কেন? 

    Answer
    তরলে তাপ দিতে হলে পাত্রে রেখে দিতে হয়। এতে তরলের সাথে পাত্রেরও আয়তন প্রসারণ ঘটে। পাত্রের প্রসারণ বিবেচনা না করে আপাত দৃষ্টিতে তরলের যে প্রসারণ দেখা যায় তা আপাত প্রসারণ। একই তাপমাত্রা বৃদ্ধিতে যদি তরলের তুলনায় পাত্রের প্রসারণ বেশি হয় তবে মনে হয়ে তরলের আয়তন হ্রাস পেয়েছে। সুতরাং বলা যায় তরলের আপাত প্রসারণ ঋণাত্মক হতে পারে।






    1. Report
  3. Question:এক কেলভিন কাকে বলে? 

    Answer
    পানির ত্রৈধবিন্দুর তাপমাত্রার 1/273 ভাগকে এক কেলভিন বলে।






    1. Report
  4. Question:তরলের প্রকৃত প্রসারণ সহগ এর সংজ্ঞা দাও। 

    Answer
    `1m^3` আয়তনের কোনো তরল পদার্থের তাপমাত্রা 1K বৃদ্ধি করা হলে প্রকৃত পক্ষে তরলের আয়তন যতটুকু বৃদ্ধি পায় তাকে ঐ তরলের প্রকৃত প্রসারণ সহগ বলে।






    1. Report
  5. Question:প্রকৃত প্রসারণ ও আপাত প্রসারণের মধ্যকার প্রয়োজনীয় সম্পর্কটি বের করো। 

    Answer
    কোনো পাত্রের কিছু তরল পদার্থ নিয়ে তাতে তাপ প্রয়োগ করলে পাত্রটি প্রথমে তাপ গ্রহণ করে এবং প্রসারিত হয়। তাপ প্রয়োগ অব্যাহত রাখলে তরল প্রাথমিক উচ্চতা ছাড়িয়ে উপরে ওঠে। এ অবস্থায় তরলের প্রসারণ মনে হবে তরলের প্রাথমিক উচ্চতার উপরের অংশটুকু। কিন্তু প্রকৃত প্রসারণ হবে পাত্রের প্রসারণের পর তরল যখন নিচে নামল সেই উচ্চতা থেকে তরলের প্রসারণের ফলে তৈরি হওয়া সর্বোচ্চ উচ্চতা পর্যন্ত। অর্থাৎ, তরলের প্রকৃত প্রসারণ `DeltaV_r`, তরলের আপাত প্রসারণ `DeltaV_a` এবং পাত্রের প্রসারণ `DeltaV_g` হলে, `DeltaV_r` = `DeltaV_a` + `DeltaV_g`






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd