বস্তুর উপর তাপের প্রভাব



  1. Question:কোনো বস্তুর তাপধারণ ক্ষমতা `JK^(-1)` এর অর্থ কী? 

    Answer
    কোনো বস্তুর তাপধারণ ক্ষমতা `JK^(-1)` যা বুঝি তা নিম্নরূপ-
    (ক) বস্তুটির তাপমাত্রা 1K বাড়াতে 5000J তাপের প্রয়োজন।
    (খ) বস্তুর ভর ও আপেক্ষিক তাপের গুণফলের মান হবে `JK^(-1)`।






    1. Report
  2. Question:ফারেনহাইট স্কেলে সুস্থ মানুষের দেহের তাপমাত্রা কত? 

    Answer
    ফারেনহােইট স্কেলে সুস্থ মানুষের দেহের তাপমাত্রা `98.4^0F`






    1. Report
  3. Question:উষ্ণতার পার্থক্যের ওপর তাপের প্রবাহ কীভাবে নির্ভর করে? 

    Answer
    একটি বস্তু হতে অপর বস্তুতে তাপের প্রবাহ বস্তুদ্বয়ের তাপের পরিমাণের ওপর নয়, বরং বস্তুদ্বয়ের উষ্ণতার পার্থক্যের ওপর নির্ভর করে। এক্ষেত্রে বেশি উষ্ণতার বস্তু হতে নিম্নতর উষ্ণতার বস্তুতে তাপ প্রবাহিত হয়। এ প্রবাহের ফলে বস্তুদ্বয়ের উষ্ণতার ব্যবধান কমতে থাকে এবং এক সময় বস্তুদ্বয়ের উষ্ণতা সমান হয়ে গেলে তাপের প্রবাহ পুরোপুরি থেমে যায়।






    1. Report
  4. Question:তাপ ধারণ ক্ষমতা কাকে বলে? 

    Answer
    কোনো বস্তুর তাপমাত্রা 1K বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে ঐ বস্তুর তাপধারণ ক্ষমতা বলে।






    1. Report
  5. Question:অবস্থার পরিবর্তন হওয়ার জন্য সুপ্ততাপের প্রয়োজন হয় কেন? 

    Answer
    একটি বিশেষ অবস্থায় পদার্থের অণুগুলো নিয়মিতভাবে সাজানো থাকে। তাপ প্রয়োগে অণুগুলো নিজ নিজ অবস্থানে থেকে দ্রুত কাঁপতে থাকে ফলে গতিশক্তি বৃদ্ধির কারণে তাপমাত্রা বেড়ে যায়। কিন্তু যখন পদার্থটি তার অবস্থার পরিবর্তন করতে শুরু করে তখন অণুগুলোর নিয়মিত ঝ্যামিতিক সজ্জা ভেঙ্গে ফেলতে শক্তির প্রয়োজন হয়। সুপ্ততাপই এই শক্তি সরবরাহ করে। তাই পদার্থের অবস্থার পরিবর্তন ঘটাতে সুপ্ততাপের প্রয়োজন।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd