Question:বরফের আপেক্ষিক তাপ কত?
Answer
বরফের আপেক্ষিক তাপ `2100 Jkg^(-1)K^(-1)`।
Question:বরফের আপেক্ষিক তাপ কত?
বরফের আপেক্ষিক তাপ `2100 Jkg^(-1)K^(-1)`।
Question:দুটি বস্তুর মধ্যে তাপের আদান-কীসের ওপর নির্ভর করে?
দুটি বস্তুর মধ্যে তাপের আদান-প্রদান বস্তুদ্বয়ের তাপীয় অবস্থার ওপর নির্ভর করে।
Question:তাপ এক প্রকার শক্তি- ব্যাখ্যা কর।
তাপ এক প্রকার শক্তি। কারণ তাপ দ্বারা কাজ করা যায়। বাষ্পীয় ইঞ্জিনে কয়লা পুড়ে রাসায়নিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়। এ তাপ শক্তি বয়লারের পানিকে বাষ্পে পরিণত করে এবং বাষ্প ইঞ্জিন চালনা করে। আবার তাপকে অন্য শক্তিতেও রূপান্তরিত করা যায়।
Question:দৈর্ঘ্য প্রসারণ সহগ কাকে বলে?
1m দৈর্ঘ্যের কোন কঠিন পদার্থের দন্ডের তাপমাত্রা 1k বৃদ্ধির ফলে যতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পায় তাকে ঐ দন্ডের উপাদানের দৈর্ঘ্য প্রসারণ সহগ বলে।
Question:কঠিন পদার্থের আয়তন প্রসারণ কাকে বলে?
কোন কঠিন পদার্থের তাপমাত্রা বৃদ্ধি করলে এর আয়তন বৃদ্ধি পায়। একে আয়তন প্রসারণ বলে।