Question:আধান বলতে কী বোঝ?
Answer
পদার্থের মৌলিক কণাসমূহের মৌলিক ও বৈশিষ্ট্যমূলক ধর্মই হলো আধান।
Question:আধান বলতে কী বোঝ?
পদার্থের মৌলিক কণাসমূহের মৌলিক ও বৈশিষ্ট্যমূলক ধর্মই হলো আধান।
Question:ঘর্ষণে কেন বস্তু আহিত হয় বুঝিয়ে দাও।
কোনো বস্তুর সাথে আরেকটি বস্তুর ঘর্ষণ হলে বা সংস্পর্শে আনা হলে যে বস্তুর ইলেকট্রন আসক্তি বেশি তা অপর বস্তু হতে ইলেকট্রন সংগ্রহ করে ঋণাত্মক আধানে আহিত হয় এবং অপরটি ধনাত্মক আধানে আহিত হয়। এভাবে ঘর্ষণের ফলে কোনো বস্তু আহিত হয়।
Question:কুলম্বের সূত্রটি বিবৃত কর।
কুলম্বের সূত্রটি হলো- নির্দিষ্ট মাধ্যম দুটি আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আধানদ্বয়ের গুণফলের সমানুপাতিক, এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এবং এই বল আধানদ্বয়ের সংযোজক রেখা বরাবর ক্রিয়া করে।
Question:তড়িৎ ক্ষেত্র কী?
একটি আহিত বস্তু চারদিকে যে অঞ্চালব্যাপী তার প্রভাব বজায় থাকে তাকে ঐ বস্তুর তড়িৎক্ষেত্র বলে।
Question:স্বর্ণপাত তড়িৎবীক্ষণ যন্ত্রের ভেতরে পানি নিরোধক পদার্থ ব্যভহৃত করা হয় কেন? ব্যাখ্যা কর।
স্বর্ণপাত তড়িৎবীক্ষণ যন্ত্রের অভ্যন্তরে জলীয় বাষ্প থাকলে যন্ত্রের সুবেদিতা কমে যায়। পানি পোলার যৌগ হওয়ায় জলীয়বাষ্প পাতদ্বয়েরর সংস্পর্শে এসে পাতদ্বয়ের মধ্যকার ফাঁক পরিবর্তন করে দিতে পারে। এতে প্রকৃত চার্জের পরিমাণ সম্পর্কে ভুল ধাণা হতে পারে। তাই যন্ত্রের ভেতরে পানি শোষক পদার্থ `H_2SO_4` বা `C_aC1_2` একটি আলাদা পাত্রে রাখা হয়।