বল



  1. Question:নিউটনের গতি দ্বিতীয় সূত্র ব্যাখ্যা কর। 

    Answer
    নিউটনের গতির দ্বিতীয় সূত্রটি হলো- “বস্তুর ভর বেগের পরিবর্তন হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তন ও সেদিকে ঘটে।” ধরা যাক, m ভরবিশিষ্ট একটি বস্তু u আদিবেগে চলছে। এখন F ধ্রুবক বল বস্তুর উপর t সময় ধরে বেগের অভিমুখে ক্রিয়া করায় এর বেগ u হতে পরিবর্তিত হয়ে v হলো।
    এক্ষেত্রে বস্তুটির ভরবেগের পরিবর্তনের হার = `(mv-mu)/v=m((v-u)/t)=ma
    সুতরাং নিউটনের গতি দ্বিতীয় সূত্রানুসারে `ma prop F` বা ma = kF; এখানে k-একটি সমানুপাতি ধ্রুবক।






    1. Report
  2. Question:বিসর্প ঘর্ষণ ও আবর্ত ঘর্ষণের মধ্যকার পার্থক্য বর্ণনা কর। 

    Answer
    যখন একটি বস্তু অন্য একটি বস্তুর তথা তলের উপর দিয়ে পিছলিয়ে বা ঘষে চলতে চেষ্টা করে বা চলে তখন যে ঘর্ষণের সৃষ্টি হয়ে তা হলো বিসর্প ঘর্ষণ এবং যখন একটি বস্তু অপর একটি তলের উপর দিয়ে গড়িয়ে চলে তখন গতির বিরুদ্ধে যে ঘর্ষণ ক্রিয়া করে তা হলো আবর্থ ঘর্ষণ।
    সুতরাং সমতল পৃষ্ঠসমূহ বিসর্প ঘর্ষণের সম্মুখীন হয় এবং গোলাকার পৃষ্ঠসমূহ আবর্ত ঘর্ষণ মোকাবেলা করে। নিঃসন্দেহে বিসর্প ঘর্ষণের তুলনায় আবর্ত ঘর্ষণের মান অনেক কম।






    1. Report
  3. Question:পাহাড়ের আরোহীরা চক পাউডার ব্যবহার করেন কেন? 

    Answer
    পাহাড়ের আরোহীরা পাহাড়ের শিখস্তম্ব বা পাহাড়ের তলকে ভালভাবে পা এবং জাতি দ্বারা আঁকড়ে ধরে রাখতে চক পাউডার ব্যবহার করে।






    1. Report
  4. Question:ভৌত রাশির মাত্রা কী? 

    Answer
    কোনো ভৌত রাশিতে উপস্থিতি মৌলিক রাশিগুলোর সূচককে রাশিটির মাত্রা বলে।






    1. Report
  5. Question:”ভর জড়তার পরিমাপক”- ব্যাখ্যা কর। 

    Answer
    দুটি ভিন্ন ভরের দুটি বস্তু নিয়ে বস্তুদ্বয়কে স্থির অবস্থা থেকে গতিশীল করতে চািইলে ভারী বস্তুর ক্ষেত্রে বেশি প্রচেষ্টার দরকার হবে। একইভাবে বস্তুদ্বয় যদি গতিশীল থাকে তবে তাদেরকে থামানোর ক্ষেত্রে ভারী বস্তুর ক্ষেত্রে বেশি প্রচেষ্টা করতে হবে। এজন্যই বলা হয় ভর হল জড়তার পমিমাপক।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd