বল



  1. Question:কোনো বস্তুর উপর প্রযুক্ত বল শূন্য হলে বস্তুটি স্থির থাকবে- ব্যাখ্যা কর। 

    Answer
    কোনো বস্তুর উপর প্রযুক্ত বল শূন্য হওয়া মানে তাতে ত্বরণের মান শূন্য। আর যেহেতু স্থিতিশীল বস্তুকে গতিশীল করার জন্য ত্বরণের প্রয়োজন তাই  ত্বরণের মান শূন্য হওয়া মানে বস্তুটি স্থির থাকবে।






    1. Report
  2. Question:ঘর্ষণ বল কী ধরনের বল? 

    Answer
    ঘর্ষন বল হলো স্পর্শ বল।






    1. Report
  3. Question:প্রকৃতিতে কয়টি মৌলিক বল বিদ্যমান? 

    Answer
    প্রকৃতিতে চারটি মৌলিক বল বিদ্যমান।






    1. Report
  4. Question:সাম্য ও অসাম্য বল বলতে কী বোঝ- ব্যাখ্যা কর। 

    Answer
    কোনো বস্তুর উপর একাধিক বল ক্রিয়া করলে যদি বলের লব্ধি শূন্য হয় অর্থাৎ বস্তুর কোনো ত্বরণ না হয়, তখন আমরা বলি বস্তুটি সাম্যাবস্থায় আছে। যে বলগুলো এই সাম্যাবস্থা সৃষ্টি করে তাদেরকে সাম্য বলে। অপরদিকে, কতগুলো বল একই বস্তুকণার উপর ক্রিয়া করে সাম্যাবস্থায় সৃষ্টি করতে না পারলে, বা বস্তুকণাতে ত্বরণ সৃষ্টি হলে ঐ বলগুলোকে অসাম্যবল বলে।






    1. Report
  5. Question:কোন বল নিউক্লিয়গুলোকে আবদ্ধ রাখে? 

    Answer
    সবল নিউক্লিয় বল নিউক্লিয়গুলোকে আবদ্ধ রাখে।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd