Question:এক ডায়াপ্টর কাকে বলে?
Answer
েএক মিটার ফোকাস দূরত্ব বিশিষ্ট কোনো লেন্সের ক্ষমতাকে এক ডায়াপ্টর বলে।
Question:এক ডায়াপ্টর কাকে বলে?
েএক মিটার ফোকাস দূরত্ব বিশিষ্ট কোনো লেন্সের ক্ষমতাকে এক ডায়াপ্টর বলে।
Question:মরীচিকা কাকে বলে?
দিনের বেলায় প্রখর সূর্যালোকে মরুভূমিতে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের জন্য দূরবর্তী কোনো গাছের প্রতিবিম্ব দেখা যায়, ঠিক যেমন জলাশয়ের পানিতে গাছের প্রতিবিম্ব দেখা যায়। মরুভূমির এরূপ দৃষ্টি ভ্রমকে মরীচিকা বলে।
Question:এন্ডোস্কোপি-তে অপটিক্যাল ফাইবারের ব্যবহার ব্যাখ্যা কর।
কোনো রোগীর পাকস্থলীর ভিতরের দেয়াল পরীক্ষা করতে হলে একটি আলোক নলকে মুখের ভিতর দিয়ে পাকস্থলীতে ঢোকানো হয়। এ আলোক নলের এক সেট আলোকীয় তন্তু দিয়ে আলো পাঠিয়ে পাকস্থলীর দেয়ালের সংশ্লিষ্ট অংশকে আলোকীত করা হয়, অন্য সেট দিয়ে ঐ আলোকীত অংশকে বাইরে থেকে দেখা হয়। এ পদ্ধতীকে এন্ডোস্কোপি বলে।
Question:অপটিক্যাল ফাইবারের প্রতিসরাঙ্ক কত?
অপটিক্যাল ফাৈইবারের প্রতিসরাঙ্ক 1.7।
Question:লেন্সের চিহ্নের প্রথা ব্যাখ্যা কর।
সকল দূরত্ব লেন্সের আলোক কেন্দ্র থেকে পরিমাপ করতে হবে। সকল বাস্তব দূরত্ব ধনাত্মক, বাস্তব দূরত্ব বলতে আলোকরশ্মি প্রকৃতপক্ষে যে দূরত্ব অতিক্রম করে সেই দূরত্বকে বুঝায়। সুতরাং সকল বাস্তব লক্ষবস্তু, বাস্তব প্রতিবিম্ব বা বাস্তব ফোকাসের দূরত্বকে ধনাত্মক ধরা হয়। সকল অবাস্তব দূরত্ব ঋণাত্মক অবাস্তব লক্ষবস্তু, অবাস্তব প্রতিবিম্ব ও অবাস্তব ফোকাসের দূরত্বকে অবাস্তব দূরত্ব ধরা হয়। উত্তল লেন্সের ফোকাস দ”ূরত্ব ধনাত্মক এবং অবতল লেন্সের ফোকাস দূরত্ব উভয়ই ঋণাত্মক।