পদার্থ বিজ্ঞান-নবম-দশম



  1. Question:প্রতিসরণাঙ্কের সংজ্ঞা দাও। 

    Answer
    আলোকরশ্মি যখন এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে তীর্যকভাবে প্রবেশ করে তখন নির্দিষ্ট রং এর আলোর জন্য আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত যে ধ্রুব সংখ্যা হয় তাকে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক বলে।






    1. Report
  2. Question:পরম প্রতিসরণাঙ্ক কাকে বলে? 

    Answer
    শূন্য মাধ্যম হতে অন্য কোনো মাধ্যমে আলোর প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাতকে ঐ মাধ্যমের পরম প্রতিসরণাঙ্ক বলে।






    1. Report
  3. Question:হীরকের সংকট কোণ `24^0` বলতে কি বোঝায়? 

    Answer
    হীরকের সংকট কোণ `24^0` বলতে বোঝায়, হীরক হতে শূন্য মাধ্যমে বা বায়ুতে আলোর প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণ `24^0` হলে প্রতিসরণ কোণ `90^0` হয়। আপতন কোণ `24^0` অপেক্ষা বেশি হলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে।






    1. Report
  4. Question:স্নেলের সূত্রটি লিখ। 

    Answer
    একজোড়া নির্দিষ্ট মাধ্যম ও নির্দিষ্ট রঙের আলোর জন্য আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদা ধ্রুব থাকে।






    1. Report
  5. Question:আলোর প্রতিসরণের সংজ্ঞা দাও। 

    Answer
    আলোকরশ্মি এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে যাওয়ার সময় মাধ্যমদ্বয়ের বিভেদতলে তীর্যকভাবে আপতিত আলোকরশ্মির দিক পরিবর্তন করার ঘটনাকে আলোর প্রতিসরণ বলে।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd