পদার্থ বিজ্ঞান-নবম-দশম



  1. Question:গ্লাস এবং জেলিতে আলোকরশ্মি দিক পরিবর্তন করেছিল কেন? 

    Answer
    মাধ্যমের আলোকীয় ঘনত্বের ভিন্নতার কারণে আলোকরশ্মি যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমের বিভেদতলে তীর্যকভাবে আপতিত হয়, তখন তা দিক পরিবর্তন করে। আলোচ্য ক্ষেত্রে আলোকরশ্মি বায়ু মাধ্যম থেকে ঘনতর মাধ্যম কাঁচ এবং তাপর কাঁচের চেয়ে ঘন মাধ্যম জেলিতে প্রবেশ করে ফলে উভয় বিভেদতলে তা দিক পরিবর্তন করে বা প্রতিসরিত হয়।






    1. Report
  2. Question:ক্রান্তি কোণের সংজ্ঞা দাও। 

    Answer
    নির্দিষ্ট রঙের আলোক রশ্মি ঘন স্বচ্ছ মাধ্যম থেকে লঘুতর বা হালকা স্বচ্ছ মাধ্যমে প্রতিসরিত হওয়ার সময় আপতন কোণের যে মানের জন্য প্রতিসরণ মাণ `90^0` হয়, অর্থাৎ প্রতিসরিত রশ্মি বিভেদতল ঘেষে চলে যায় তখন ঐ রশ্মির আপতন কোণকে লঘুতর বা হালকা মাধ্যমের সাপেক্ষে ঘনতর মাধ্যমের ক্রান্তি কোণ বলে।






    1. Report
  3. Question:পানির পরম প্রতিসরণাঙ্ক 1.33 বলতে কী বোঝ? 

    Answer
    পানির পরম প্রতিসরণাঙ্ক 1.33 বলতে বোঝায় যে আলোকরশ্মি যদি বায়ু মাধ্যম থেকে পানি মাধ্যমে প্রবেশ করে তবে আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত 1.33 হবে।






    1. Report
  4. Question:কৃষ্ণমন্ডল কী? 

    Answer
    চোখের শ্বেতমন্ডলের ভিতরের গায়ে কালো রঙের একটি আস্তরণ থাকে যাকে কৃষ্ণমন্ডল বলে।






    1. Report
  5. Question:সদ বিম্ব বলতে কী বুঝ? 

    Answer
    কোনো বিন্দু থেকে নিঃসৃত আলোক রশ্মিগুলো প্রতিফলিত বা প্রতিসরিত হয়ে যদি দ্বিতীয় কোনো বিন্দুতে প্রকৃতপক্ষে মিলিত হয় তাহলে দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর সদ বিম্ব বলে।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd