Question:গ্লাস এবং জেলিতে আলোকরশ্মি দিক পরিবর্তন করেছিল কেন?
Answer
মাধ্যমের আলোকীয় ঘনত্বের ভিন্নতার কারণে আলোকরশ্মি যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমের বিভেদতলে তীর্যকভাবে আপতিত হয়, তখন তা দিক পরিবর্তন করে। আলোচ্য ক্ষেত্রে আলোকরশ্মি বায়ু মাধ্যম থেকে ঘনতর মাধ্যম কাঁচ এবং তাপর কাঁচের চেয়ে ঘন মাধ্যম জেলিতে প্রবেশ করে ফলে উভয় বিভেদতলে তা দিক পরিবর্তন করে বা প্রতিসরিত হয়।