পদার্থ বিজ্ঞান-নবম-দশম



  1. Question:সুপ্ত তাপ কাকে বলে? 

    Answer
    যে তাপ বস্তুর তাপমাত্রার পরিবর্তন না ঘটিয়ে অবস্থার পরিবর্তন ঘটায় তাকে সুপ্ততাপ বলে।






    1. Report
  2. Question:বরফ গলনের সময় তাপমাত্রার পরিবর্তন হয় না কেন ব্যাখ্যা কর। 

    Answer
    বরফে অণুগুলোর ম্যধকার প্রবল আকর্ষণের জন্য অণুগুলো নিয়মিতভাবে সাজানো থাকে, যখন বরফ পানিতে পরিণত হয় তখন অণুগুলোর জ্যামিতিক সজ্জা ভেঙে ফেলতে যে শক্তির প্রযোজন হয় তা সুপ্ততাপ সরবরাহ করে বলে পদার্থের তাপমাত্রার পরিবর্তন হয় না, তাই বরফ গলনের সময় তাপমাত্রার পরিবর্তন হয় না।






    1. Report
  3. Question:তাপ পরিবাহকত্বের মাত্রা লিখ। 

    Answer
    তাপ পরিবাহকত্বের মাত্রা হল `MLT^(-3)theta^(-1)`






    1. Report
  4. Question:খড়ের ছাদযুক্ত ঘর গরমকালে ঠান্ডা থাকার কারণ ব্যাখ্যা কর। 

    Answer
    খড় তাপের কুপরিবাহক, এছাড়া ছাদ খড়ের তৈরী হলে খড়ের মাঝে মাঝে অনেক ফাঁক থাকে যাতে বায়ু আবদ্ধ থাকে। বায়ু তাপের পরিবাহক বলে গরমের দিনে বাইরের তাপমাত্রা বেশি হলেও ছাদের মধ্য দিয়ে তাপ ভিতরে আসতে পারে না বলে ঘর ঠান্ডা মনে হয়। আবার শীতকালে বাইরের তাপমাত্রা কম থাকলেও ভিতরের তাপ বাইরে যেতে পারে না বলে গরম মনে হয়।






    1. Report
  5. Question:পানির ত্রৈধবিন্দুর সংজ্ঞা দাও। 

    Answer
    যে নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে পানির বরফ, পানি এবং জলীয় বাষ্প রূপে সহাবস্থান করে তাকে পানির ত্রৈধবিন্দু বলে।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd