আবহাওয়া ও জলবায়ু



  1. Question:বাংলাদেশের তিনটি প্রাকৃতিক দুর্যোগের নাম লেখ। 

    Answer
    বাংলাদেশের তিনটি প্রাকৃতিক দুর্যোগের নাম হলো-
    কালবৈশাখী, টর্নোডো ও ঘূর্ণঝড় বা সাইক্লোন।






    1. Report
  2. Question:আবহাওয়া কী? 

    Answer
    কোনো নির্দিষ্ট সময়ে কোনো নির্দিষ্ট স্থানের আকাশ ও বায়ুমন্ডলের সাময়িক অবস্থানকে আবহাওয়া বলে। অন্যভাবে বলা যায়, কোনো স্থানের রোদ, বৃষ্টি, তাপমাত্রা, মেঘ, কুয়াশা ও বায়ুপ্রবাহের স্বল্প সময়ের অবস্থানকে আবহাওয়া বলে।






    1. Report
  3. Question:আবহাওয়ার উপাদানগুলো কী কী? 

    Answer
    আবহাওয়ার উপাদানগুলো হলো- তাপমাত্রা, আর্দ্রতা, বায়ুপ্রবাহ, মেঘ, বৃষ্টিপাত ও বায়ুচাপ ইত্যাদি।






    1. Report
  4. Question:সাধারণত কোন সময়ে সমুদ্র থেকে স্থলভাগে বায়ু প্রবাহিত হয়? 

    Answer
    সাধারণ বর্ষাকালে অর্থাৎ জুন থেকে আগস্ট মাস সমুদ্রের উচ্চচাপ অঞ্চলের স্থলভাগে প্রবাহিত হয়।






    1. Report
  5. Question:আমাদের দৈনন্দিক জীবনে আবহাওয়ার পূর্বাভাস কীভাবে সাহায্য করে? 

    Answer
    দিনের বিভিন্ন স্থানের আবহাওয়া বিভিন্ন হয়। আবহাওয়ার পূর্বাভাস জানা থাকলে আমরা কোনদিন কোন কাপড় পড়ব কিংবা ছুটির দিনে আবহাওয়া কেমন থাকবে তার পূর্ব অভিজ্ঞতা লাভ করতে পারি।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd