জীবনের জন্য পানি



  1. Question:পানি দুষণের দুটি কারণ ও তিনটি ক্ষতিকর প্রভাব লেখ। 

    Answer
    পানি দূষণের দুিইটি কারণ হলো-
    ১. পুকুর বা নদীর পনিতে বাসন কোসন মাজা। গোসল করা, ময়লা কাপড় কাটা ইত্যাদি।
    ২. কলকারখানার বর্জ্য পদার্থ পানিতে ফেলা।
    
    পানি দূষণের তিনটি ক্ষতিকর প্রভাব হলো-
    ১. কলেরা, আমাশয়, টাইফয়েড প্রভৃতি রোগ হয়।
    ২. পানি দূষণের ফলে জলজ প্রাণী ক্ষতিগ্রস্থ হয়।
    ৩. পেটের পীড়া ও চর্মরোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে।






    1. Report
  2. Question:পানি দূষণ কী? পানি দূষণের চারটি পানি দূষণের চারটি কারণ লেখ। 

    Answer
    পানিতে কষতিকর কোনো পদার্থ বা জীবাণু মিশে যখন তা পানের বা ব্যবহারের অযোগ্য করে তোলে তখন তাকে পানি দূষণ বলে।
    পানি দূষণের প্রধান চারটি কারণ হলো-
    ১. পুকুর বা নদীর পানিতে বাসন-কোসন মাজা, গোসলকরা, ময়লা কাপড় কাটা, পায়খানা ইত্যাদি।
    ২. কলেরা, ডায়রিয়া, আমাশয়, আক্রান্ত রোগীর বিছানাপত্র ও জামা-কাপড় পানিতে ধোয়া।
    ৩. কলকারখানার বর্জ্য পানিতে ফেলা।
    ৪. কৃষিকাজে ব্যবহৃত অতিরিক্ত কীটনাশক বৃষ্টির পানিতে ধুয়ে আশপাশের পানিতে মেশা।






    1. Report
  3. Question:পানি এক অবস্থা থেকে অন্য অবস্থায় কীভাবে পরিবর্তিত হয় তা ৫টি বাক্যে লেখ। 

    Answer
    তাপ প্রয়োগ ও ঠাণ্ডা করার মাধ্যমে পানি এক অবস্থা থেকে অন্য অবস্থায় পরিবর্তিত হয়। করফকে তাপ দিলে তা পানিতে পরিণত হয়। পানিকে তাপ প্রয়োগ করলে তা জলীয় বাষ্পে রূপান্তরিত হয়। জলীয় বাষ্পকে ঠান্ডা করা হলে তা ঘনীভূত হয়ে পুনরায় পানিতে পরিণত হয়। যখন পানিকে শীতল করা হয়, তখন তা জমে কঠিন বরফে পরিণত হয়।






    1. Report
  4. Question:পানি দূষণ প্রতিরোধের ৫টি উপায় লেখ। 

    Answer
    পানি দূষণ প্রতিরোধের ৫টি উপায় হলো-
    ১. কৃষি জমিতে কীটনাশকের ব্যবহার না করা।
    ২. কৃষি জমিতে রাসায়নিক সার কম মাত্রায় ব্যবহার করা।
    ৩. রান্নাঘরের নিষ্কাশন নালায় ও টয়লেটে রাসায়নিক বর্জ্য বা তেল না ফেলা।
    ৪. পুকুর, নদী হ্রদ কিংবা সাগরে ময়লা-আবর্জনা না ফেলা।
    ৫. সমুদ্র সৈকতে পড়ে থাকা ময়লা এবং হৃদ কিংবা নদীতে ভাসমান আবর্জনা পরিষ্কার করা।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd