জীবনের জন্য পানি



  1. Question:রিমা প্রতিদিন সকালে তার লেবু গাছে পানি দেয়। গাছটিতে কত ভাগ পানি রয়েছে? এই পানি গাছটিতে কোনো কোন কাজে ব্যবহৃত হয় তার চারটি বাক্যে লেখ। 

    Answer
    রিমার গাছটির দেহে প্রায় ৯০ ভাগ পানি রয়েছে। এই পানি গাছটি যেসব কাজে ব্যবহার করে তা হলো-
    ১. খাদ্য তৈরিতে গাছটি পানি ব্যবহার করে।
    ২. মাটি থেকে পুষ্টি উপাদান শোষণ করে পানির সাহায্যে।
    ৩. পুষ্টি উপাদান বিভিন্ন অংশে পরিবহন করে।
    ৪. প্রচণ্ড গরমে পানি উদ্ভিদটির দেহ শীতল করতে সাহায্য করে।






    1. Report
  2. Question:শফিকের ডায়রিয়া হওয়াতে শরীরে পানি স্বল্পতা দেখা দিয়েছে। এই পানি মানুষের দেহে কত ভাগ রয়েছে? মানবদেহে এই পানির ভূমিকা চারটি বাক্যে লেখ। 

    Answer
    মানবদেহের ৬০-৭০ ভাগ পানি রয়েছে। মানবদেহে পানির ভূমিকা নিচে চারটি বাক্যে লেখা হলো-
    ১. দেহের বিভিন্ন অংশে পুষ্টি উপাদান পরিবহনে সাহায্য করে।
    ২. দেহে পুষ্টি উপাদান শোষণে সাহায্য করে।
    ৩. খাদ্য পরিপাকে সাহায্য করে।
    ৪. দেহের তাপমাত্রাকে স্বাভাবিক রাখতে সাহায্য করে।






    1. Report
  3. Question:শোভন সকালে গাছের পাতায় কিছু কিছু পানি দেখতে পায়। এ পানিকে কী বলে? কীভাবে এ পানির সৃষ্টি হয়? সৃষ্ট পানির প্রক্রিয়াকে কী বলে? 

    Answer
    শোভন গাছের পাতায় যে পানি দেখে  তাকে শিশর বলে। রাতে বায়ু যখন ঠাণ্ডা গাছের পাতার সংস্পর্শে আসে, তখন বায়ুতে থাকা জলীয় বাষ্প ঠাণ্ডা হয়ে পানির ফোঁটায় পরিণত হয়। এই পানির ফোঁটা ভারি হওয়ায় তা ভূ-পৃষ্ঠে শিশির হয়ে গাছের পাতা বা ঘাসের ডগায় জমা হয়।
    এভাবে বাষ্প থেকে তরলে অর্থাৎ পানিতে পরিণত হওয়াকে ঘনীভবন বলে।






    1. Report
  4. Question:সুমনা চুলায় পানি ফুটাতে দিয়ে দেখলো পানি গরম হয়ে বাষ্পে পরিণত হচ্ছে। পানির এই প্রক্রিয়াকে কী বলে? এরূপ পানির কয়েকটি অবস্থার পরিবর্তন সম্পর্কে লেখ। 

    Answer
    সুমনা যখন পানিতে তাপ দিলো তখন তা জলীয় বাষ্পে পরিণত হলো। এভাবে তরল থেকে বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়াকে বাষ্পীয়ভবন বলে।তাপ প্রয়োগ ও ঠাণ্ডা করার মাধ্যমে পানি এক অবস্থা থেকে অন্য অন্য অবস্থায় পরিণত হয়। যেমন-
    ১. বরফে তাপ দিলে তা পানিতে পরিণত হয়।
    ২. পানিকে তাপ দিলে তা জলীয় বাষ্পে পরিণত হয়।
    ৩. জলীয় বাষ্পকে ঠাণ্ডা করা হলে তা ঘনীভূত হয়ে পানিতে পরিণত হয়।
    ৪. পানিকে শীতল করা হলে তা কঠিন বরফে পরিণত হয়।






    1. Report
  5. Question:মনির মাঝি নদীর পানি পানি নিরাপদে পান করার জন্য ব্যবস্থা গ্রহণ করে। তার এই নিরাপদ ব্যবস্থাকে কী বলে? তিনি কলসীতে পানি রেখেছেন। কলসীতে রাখা প্রক্রিয়াকে কী বলে? প্রক্রিয়াটি লেখ। 

    Answer
    মনির মাঝির পানি নিরাপদ করার ব্যবস্থাকে পানি বিশুদ্ধকরণ বলে।
    তিনি নদীর পানি কলসীতে রেখে দেন। এই প্রক্রিয়াকে থিতানো বলে।
    পানি রেখে দেওয়ার কিছুক্ষণ পরে দেখা যায় পাত্রের তলায় তলানি জমেছে। উপরের অংশের পানি পরিষ্কার হয়েছে। পানিতে থাকা ময়লা যেমন- বালি, কাদা ইত্যাদি সরানো প্রক্রিয়াটি হলো থিতানো।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd