জীবনের জন্য পানি



  1. Question:মানুষের পানের জন্য নিরাপদ নয় পানির এমন দুটি উৎসের নাম লিখ। 

    Answer
    মানুষের পানের জন্য নিরাপদ নয় পানির এমন দুটি উৎসের নাম হলো-
    ১. পুকুরের পানি, ২. নদীর পানি।






    1. Report
  2. Question:পানি বিশুদ্ধকরণ কী? 

    Answer
    মানুষের ব্যবহারের জন্য পানিকে গ্রহণযোগ্য এবং নিরাপদ করার ব্যবস্থাই হলো পানি বিশুদ্ধকরণ।






    1. Report
  3. Question:থিতানো কী? 

    Answer
    পানিতে থাকা ময়লঅ, যেমন- বালি, কাদা ইত্যাদি সরানো জন্য কলস বা পাত্র ব্যবহার করে পানি পরিষ্কারকরণের প্রক্রিয়াই হলো তিথানো।






    1. Report
  4. Question:কোন পানি কোনোভাবেই নিরাপদ করা যায় না? 

    Answer
    আর্সেনিকযুক্ত পানিকে কোনোভাবেই নিরাপদ করা যায় না।






    1. Report
  5. Question:পানি চক্র কাকে বলে? পানিচক্রের উপর তিনটি বাক্য লেখ। 

    Answer
    পানি তার এক উৎস থেকে অন্য উৎস ঘুরে আসে। পানির এই ফিরে আসার মাধ্যমে যে চক্র সম্পন্ন হয় তাই পানিচক্র। 
    সূর্যের তাপে পুকুর, খাল, বিল নদী ও সমুদ্রের পানি জলীয়বাষ্পে পরিণত হয়। এই জলীয় বাষ।প বায়ুমণ্ডলের উপরের দিকে উঠে ঠাণ্ডা হয়ে ক্ষুদ্র পানি কণায় পরিণত হয়। মেঘের পানি কণাগুলো খুব বেশি ঠান্ডা হয়ে গেলে তা বরফে পরিণত হয় এবং শিলাবৃষ্টি হিসেবে পৃথিবীতে নেমে আসে।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd