Question:নিরাপদ পানির প্রয়োজনীয়তা কী?
Answer
আমাদের দেহের খাদ্য পরিপাকে এবং সঠিক তাপমাত্রা বজায় রাখতে নিরাপদ পানির প্রয়োজন।
Question:নিরাপদ পানির প্রয়োজনীয়তা কী?
আমাদের দেহের খাদ্য পরিপাকে এবং সঠিক তাপমাত্রা বজায় রাখতে নিরাপদ পানির প্রয়োজন।
Question:খাদ্য পরিপাকে পানি কী হিসেবে কাজ করে?
খাদ্য পরিপাকে পানি মাধ্যম হিসেবে কাজ করে।
Question:আর্সেনিকযুক্ত পানি দীর্ঘদিন যাবৎ পান করলে কোন ধরনের সমস্যা দেখা দিতে পারে?
আর্সেনিকযুক্ত পানি দীর্ঘদিন পান করলে হাতে-পায়ে এক ধরনের ক্ষত বা ঘা তৈরি হয়।
Question:দুটি পানিবাহিত রোগের নাম লেখ।
দুটি পানিবাহিত রোগের নাম হলো- ১. কলেরা ২. টাইফয়েড।
Question:শিশির কীভাবে জমা হয়?
বায়ু যখন ঠাণ্ডা কোনো বস্তুর সংস্পর্শে আসে, তখন বায়ুতে থাকা জলীয় বাষ্প ঠাণ্ডা হয়ে পানির ফোঁটা বা শিশর হিসেবে জমা হয়।