Question:বরফসহ পানির গ্লাসের বাইরের অংশ কেন ভিজে যায় তা ব্যাখ্যা কর।
Answer
বরফসহ পানির গ্লাসের বা্ইরের অংশ ভিজা থাকে। কারণ, গ্লাসে বরফের টুকরা রাখলে গ্লাসটি ঠান্ডা হয়। এতে গ্লাসের বাইরের চারিপাশের উপস্থিত জলীয়বাষ্প ঠান্ড হয়ে যায়। ফলে জলীয়বাষ্প ঘনীভূত হয়ে পানিতে পরিণত হয়। এভাবে গ্লাসের বাহিরের জলীয়বাষ্প গ্লাসের গায়ে বিন্দু বিন্দু পানি হিসেবে জমা হয়। ফলে বরফসহ পানির গ্লাসের বাহিরের অংশ ভিজে যায়।