জীবনের জন্য পানি



  1. Question:ঠাণ্ডা পানির গ্লাসের গায়ে লেগে থাকা পানির কণা এবং শিশির কেন একই রকম? 

    Answer
    ঠাণ্ডা পানির গ্লাসের গায়ে লেগে থাকা পানির কণা এবং শিশির একই রকম কেননা, বায়ু যখন ঠান্ড কোনো বস্তুর সংস্পর্শে আসে তখন বায়ুতে থাকা জলীয়বাষ্প ঠাণ্ডা হয়ে পারিন ফোঁটা হিসেবে জমা হতে থাকে।
    পানির গ্লাসে যখন বরফ রাখা হয় তখন ঠান্ড গ্লাসের বাহিরের অংশের সাথে জলীয়বাষ্পের সংস্পর্শে এসে ঘনীভূত হয় এবং বিন্দু বিন্দু পানির সৃষ্টি করে। যা শিশির নামে পরিচিত।
    উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে, গ্লাসের গায়ে লেগে থাকা পানির কণা এবং শিশির একই রকমের।






    1. Report
  2. Question:পরিবেশে পানি দূষণের দুইটি প্রভাব নিচে লেখ। 

    Answer
    পরিবেশে পানি দূষণের দুইটি প্রভাব নিচে লেখা হলো-
    ১. দূষিত পানি ব্যবহারের ফলে মানুষ পানিবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়।
    ২. পানি দূষণের ফলে জলজ প্রাণী ক্ষতিগ্রস্ত হয়।






    1. Report
  3. Question:পানি শোধনের দুটি উপায় লেখ। 

    Answer
    পানি শোধনের দুটি উপায় হলো-
    ১. বৃষ্টি; ২. নদী-নালা।






    1. Report
  4. Question:পানি বিশুদ্ধকরণের দুইটি রাসায়নিক পদার্থের নাম লেখ। 

    Answer
    পানি বিশুদ্ধকরণের দুইটি রাসায়নিক পদার্থ হলো-
    ১. ফিটকিরি
    ২. ব্লিচিং পাওডার।






    1. Report
  5. Question:পানি ‍দূষণের দুইটি কারণ লেখ। 

    Answer
    পানি দূষণের দুইটি কারণ নিচে দেওয়া হলো-
    ১. কলকারখানার বর্জ্য পদার্থ পানিতে ফেলা।
    ২. পুকুর বা নদীর পানিতে গরু-মহিষের গোসল করানো, পায়খানা প্রস্রাব করা।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd