Question:ঘনীভবন কাকে বলে?
Answer
কোনো পদার্থের বাষ্পীয় অবস্থা থেকে তরল অবস্থায় পরিণত হওয়াকে ঘনীভবন বলে।
Question:ঘনীভবন কাকে বলে?
কোনো পদার্থের বাষ্পীয় অবস্থা থেকে তরল অবস্থায় পরিণত হওয়াকে ঘনীভবন বলে।
Question:বাষ্পীয়ভবন প্রক্রিয়ার মাধ্যমে কী ঘটে?
বাষ্পীয় প্রক্রিয়ার মাধ্যমে তরল পদার্থ ধীরে ধীরে বাষ্পে পরিণত হয়।
Question:পানিকে তাপ দিলে কী ঘটে?
পানিকে যখন তাপ দেওয়া হয় তখন তা জলীয় বাষ্পে পরিণত হয়।
Question:মেঘ কীভাবে সৃষ্টি হয়?
সাগর ও নদীর বাষ্পীভূত পানি উপরে উঠে ঠাণ্ডা ও ঘনীভূত হয়ে পানির বিন্দুতে পরিণত হয়, যাদের অনেকগুলো বিন্দু একত্রিতত হয়ে মেঘ সৃষ্টি করে।
Question:নিরাপদ পানি কী?
মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয় এমন পানিই হলো নিরাপদ পানি।