Question:আমরা পরিমিত খাদ্য কেন খাব?
Answer
দেহ সুস্থ, সবল ও কর্মক্ষম রাখার জন্য আমরা পরিমিত খাদ্য খাব।
Question:আমরা পরিমিত খাদ্য কেন খাব?
দেহ সুস্থ, সবল ও কর্মক্ষম রাখার জন্য আমরা পরিমিত খাদ্য খাব।
Question:খাদ্য সংরক্ষণের দুটি বৈজ্ঞানিক পদ্ধতির নাম লেখ।
খাদ্য সংরক্ষণের দুটি বৈজ্ঞানিক পদ্ধতির নাম হলো- ১. শুকিয়ে খাদ্য সংরক্ষণ। ২. বরফ জমানো ঠাণ্ডায় খাদ্য সংরক্ষণ।
Question:জাঙ্কফুডে কোন ধরণের উপাদান অধিক মাত্রায় থাকে?
জাঙ্কফুডে চর্বি, লবণ, কার্বনেট ইত্যাদি ক্ষতিকারক উপাদান অধিক মাত্রায় থাকে।
Question:কী কী বিষয়ের উপর লক্ষ রেখে আমাদের সুষম খাদ্য গ্রহণ করতে হবে?
আমাদের বয়স ও কাজের ধরণ অনুযায়ী সঠিক পরিমাণে সুষম খাদ্য গ্রহণ করতে হবে।
Question:হিমাগারে সংরক্ষণ করা হয় এমন ৩টি খাদ্যের নাম লেখ।
হিমাগারে সংরক্ষণ করা হয় এমন ৩টি খাদ্যের নাম হলো। ১. শাকসবজি; ২. মাংস ও ৩. মাছ।