সুস্থ জীবনের জন্য খাদ্য



  1. Question:ব্যাকটেরিয়া দ্বারা খুব সহজেই নষ্ট হয় এমন ৪টি খাদ্যের উদাহরণ দাও। 

    Answer
    ব্যাকটেরিয়া দ্বারা খুব সহজেই নষ্ট হয় এমন ৪টি খাদ্যের উদাহরণ হলো-
    ১. মাছ; ২. মাংস; ৩. ফলমূল ও ৪. দগ্ধজাত খাবার।






    1. Report
  2. Question:শর্করা খাদ্যে দলের ৪টি খাদ্যের নমুনা লেখ। 

    Answer
    শর্করা খাদ্যে দলের ৪টি খাদ্যের নমুনা হলো-
    ১. রুটি; ২.ভাত; ৩. আলু; ৪.নুডুলস।






    1. Report
  3. Question:কী ধরণের খাবার ভিটামিন ও খনিজ লবণের উৎস? 

    Answer
    যে কোন ধরণের ফল যেমন- আম, আপেল, কমলা ইত্যাদি ভিটামিন ও খনিজ লবণের উৎস।






    1. Report
  4. Question:দুগ্ধ জাতীয় খাদ্য দলে কোন দুটি পুষ্টি উপাদান পাওয়া যায়? 

    Answer
    দুগ্ধ জাতীয় খাদ্য দলে কোন দুটি পুষ্টি উপাদান পাওয়া যায় তা হলো-
    ১. ক্যালসিয়াম ও ২.ভিটামিন।






    1. Report
  5. Question:তেল ও চর্বি খাদ্য দলের ৩টি খাদ্য নমুনার উদাহরণ দাও। 

    Answer
    তেল ও চর্বি খাদ্য দলের ৩টি খাদ্য নমুনা হলো-
    ১. ঘি; ২. মাখন ও ৩. সয়াবিন তেল।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd