বিজ্ঞান - পঞ্চম শ্রেণি



  1. Question:তোমার গ্রামে বায়ুদূষণের যে যে কারণ তুমি লক্ষ করেছ সেগুলো পাঁচটি বাক্যে লেখ। 

    Answer
    আমার গ্রামে বায়ু দূষণের জন্য যে সকল কারণগুলো দায়ী সেগুলো হলো-
    ১. গাছপালা পোড়ানোর কারণে উৎপন্ন ধোঁয়া বায়ু দূষিত করছে।
    ২. খোলা পায়খানা ব্যবহার করার ফলে সৃষ্ট দুর্গন্ধ বায়ু দূষিত হচ্ছে।
    ৩. যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলার কারণে বায়ু দূষিত হচ্ছে।
    ৪. বিভিন্ন ধরনের সনাতন যানবাহন হতে নির্গত কালো ধোঁয়া বায়ু দূষিত করছে।
    ৫. জমিতে অধিক কীটনাশকের ব্যবহারও বায়ু দূষিত করছে।






    1. Report
  2. Question:বায়ুদূষণের পাঁচটি ক্ষতিকর প্রভাব লেখ। 

    Answer
    বায়ুদূষণের পাঁচটি ক্ষতিকর প্রভাব হলো-
    ১. বায়ু দূষণের ফলে মানুষ ফুসফুসের ক্যান্সার, শ্বাসজনিত রোগ, হৃদরোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়।
    ২. জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে বাতাসে কার্বন ডাই অক্সাইড ও অনান্য ক্ষতিকর গ্যাস ছড়ায়।
    ৩. বায়ু দূষণের ফলে জলবায়ুর পরিবর্তন হচ্ছে ফলে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে ও এসিড বৃষ্টি হচ্ছে।
    ৪. বায়ু দূষণের কারণে পরিবেশ ধোঁয়া ও ধুলময় হয়ে যায়।
    ৫. এছাড়াও বায়ু দূষণে পরিবেশের অন্যান্য উপাদানগুলোর মধ্যে সঠিক ভারসাম্য বিঘ্নিত হয়।






    1. Report
  3. Question:তোমার গ্রামে বায়ু দূষণ প্রতিরোধে তোমার গৃহীত ৫টি পদক্ষেপ লেখ। 

    Answer
    আমার গ্রামে বায়ুদূষণ প্রতিরোধে আমার গৃহীত পদক্ষেপগুলো হলো-
    ১. শক্তির ব্যবহার কমিয়ে সকলকে জীবাশ্ম জ্বালানীর ব্যবহার কমাতে পরামর্শ দিব।
    ২. কালো ধোঁয়া সৃষ্টিকারী যানবাহনের ব্যবহার কমাতে বলব।
    ৩. ধুমপান ও তামাক সেবন না করতে জনগণকে সচেতন করব।
    ৪. সকলকে নিয়ে এলাকার ময়লা আবর্জনা পরিষ্কার করব।
    ৫. বেশি করে গাছ লাগাব ও অন্যকে উৎসাহিত করব।






    1. Report
  4. Question:শক্তির ৫টি রূপের নাম লেখ। 

    Answer
    শক্তির ৫টি রূপের নাম হলো-
    ১. বিদ্যুৎশক্তি, ২. যান্ত্রিক শক্তি; ৩. আলোক শক্তি, ৪. শব্দ শক্তি ও ৫. তাপশক্তি।






    1. Report
  5. Question:তাপ সঞ্চালনের তিনটি প্রক্রিয়া কী কী? 

    Answer
    তাপ সঞ্চালনের তিনটি প্রক্রিয়া হলো-
    ১. পরিবহন; ২. পরিচলন ও ৩. বিকিরণ।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd