বিজ্ঞান - পঞ্চম শ্রেণি



  1. Question:যখন পাতিলে ভাত রান্না করা হয় তখন তাপ কীভাবে সঞ্চালিত হয়? 

    Answer
    তরল ও বায়বীয় পদার্থের মধ্য দিয়ে তাপ পরিচালন পদ্ধতিতে সঞ্চালিত হয়। যখন পাতিলে ভাত রান্না করা হয় তখন পাতিলের নিচের অংশের পানি প্রথমে গরম হয়ে উপরে উঠে আসে। আর পাত্রের উপরের অংশের পানির তাপমাত্রা কম থাকায় তা নিচে নেমে যায়, যা আবার গরম হয়ে উপরের দিকে উঠে আসে। এভাবে তাপ রান্নার পাত্রের সর্বত্র ছড়িয়ে পড়ে। ফলে ভাত রান্না হয়।






    1. Report
  2. Question:বাড়ির আশেপাশে বৃক্ষরোপণ করে কীভাবে শক্তি সংরক্ষণ করা যায়? 

    Answer
    বাড়ির আশেপাশে বৃক্ষরোপণ করা হলে এই গাছপালা আমাদের ছায়া প্রাদান করবে। এছাড়া বাড়ির চারপাশ গাছপালা ঘেরা হলে সূর্যের আলো তুলনামূলকভাবে কম হারে বাড়ির ছাদ ও দেওয়ালকে উত্তপ্ত করবে। এতে গরমের অনুভূতি কম হবে এবং বৈদ্যুতিক পাখার ব্যবহারও কম করা যাবে। এভাবে বাড়ির আশেপাশে বৃক্ষরোপণ করে শক্তি সংরক্ষণ করা যায়।






    1. Report
  3. Question:নীলা ভোরের আকাশে সূর্য দেখে। এই সূর্য থেকে সে সরাসরি কী পায়? 

    Answer
    নীলা ভোরের আকাশে সূর্য দেখে। এই সূর্য থেকে সে সরাসরি তাপ পায়।






    1. Report
  4. Question:শক্তি কী? 

    Answer
    কাজ করার সামর্থ্য কে শক্তি বলে। যেমন- আলো, তাপ, বিদ্যুৎ এগুলোর কাজ করার সামর্থ্য আছে তাই এগুলো শক্তি।






    1. Report
  5. Question:পদার্থ কাকে বলে? 

    Answer
    যার ওজন আছে, যা জায়গা দখল এবং বল প্রয়োগে বাঁধা প্রদান করে তাকে পদার্থ বলে।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd