Question:কীভাবে আলো সঞ্চালিত হয়?
Answer
আলো বিকিরণ পদ্ধতিতে সঞ্চালিত হয়। আলোর সঞ্চালনের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না।
Question:কীভাবে আলো সঞ্চালিত হয়?
আলো বিকিরণ পদ্ধতিতে সঞ্চালিত হয়। আলোর সঞ্চালনের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না।
Question:পরমাণু কী?
পদার্থ যেসব অতি সূক্ষ্ম কণা দ্বারা গঠিত হয় তাদেরকে পরমাণু বলা হয়।
Question:গিটার কোন ধরণের শক্তি উৎপন্ন করে?
গিটার শব্দশক্তি উৎপন্ন করে। গিটারের তারে হাত দিয়ে কম্পন সৃষ্টি করা হলে যান্ত্রিক শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয়।
Question:যখন টিভি চালানো হয় তখন শক্তির কী কী পরিবর্তন হয়?
যখন টিভি চালানো হয় তখন বিদ্যুৎ শক্তি পরিবর্তিত হয়ে আলোক শক্তি ও শব্দ শক্তিতে রূপান্তরিত হয়। টিভির প্লাগ কোনো বিদ্যুৎ উৎসের সাথে সংযুক্ত করলে টিভির এই প্লাগের ভেতর দিয়ে বিদ্যুৎ টিভিতে প্রবাহিত হয়। এই বিদ্যুৎ টিভির ভেতরের যন্ত্র দ্বারা আলোক ও শব্দ শক্তিতে রূপান্তরিত হয়। এর ফলে আমরা টিভির মাধ্যমে ছবি দেখতে পাই এবং সাথে সাথে শব্দও শুনতে পাই।
Question:ঠাণ্ডা পানির গ্লাস হাত দিয়ে ধরে রাখলে হাত ঠাণ্ডা হয়ে যায়। তোমার বন্ধু মনে করে গ্লাসের ঠাণ্ডা হাতে চলে যাওয়ার কারণে হাত ঠাণ্ডা হয়ে যায়। তার ধারণাটি কী সঠিক? ব্যাখ্যা কর।
হ্যাঁ, আমার বন্ধুর ধারণাটি সঠিক। কারণ, আমরা জানি যে, কঠিন বস্তুর মধ্য দিয়ে তাপ পরিবর্তন পদ্ধতিতে সঞ্চালিত হয়। আমার বন্ধু যখন ঠাণ্ডা গ্লাসটি হাত দিয়ে ধরে তখন তার হাত তুলনামূলক গরম হওয়ায় গ্লাসের ঠাণ্ডা তার হাতে পরিবহন পদ্ধতিতে প্রবেশ করে। আর এভাবেই আমার বন্ধুর ধারণাটি সঠিক বলে প্রমাণিত হয়।