Question:উইণ্ডমিল কী?
Answer
উইন্ডমিল হলো এক ধরনের যন্ত্র যা দ্বারা বাতাসের প্রবাহকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়?
Question:উইণ্ডমিল কী?
উইন্ডমিল হলো এক ধরনের যন্ত্র যা দ্বারা বাতাসের প্রবাহকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়?
Question:শক্তির রূপান্তর কী?
শক্তির এক রূপ হতে অন্য রূপে পরিবর্তন হওয়ার ঘটনাকে শক্তির রূপান্তর বলে।
Question:সৌর শক্তি কী?
সূর্য থেকে পাওয়া শক্তি সৌর শক্তি নামে পরিচিত।
Question:তাপ সঞ্চালন কী?
উচ্চ তাপমাত্রায় স্থান থেকে নিম্ন তাপমাত্রার স্থানে তাপের প্রবাহই হলো তাপ সঞ্চালন।
Question:তাপ সঞ্চালনের পরিবহন পদ্ধতি কাকে বলে?
যে পদ্ধতিতে কোনো বস্তুর উষ্ণতর অংশ থেকে শীতলতম অংশে তাপ সঞ্চালিত হয়, তাকে পরিবহন পদ্ধতি বলে।