Question:বিকিরণ কী?
Answer
যে প্রক্রিয়ায় তাপ কোনো মাধ্যম ছাড়াই এক স্থান হতে অন্য স্থানে সঞ্চালিত হয়, তাকে বিকিরণ বলে।
Question:বিকিরণ কী?
যে প্রক্রিয়ায় তাপ কোনো মাধ্যম ছাড়াই এক স্থান হতে অন্য স্থানে সঞ্চালিত হয়, তাকে বিকিরণ বলে।
Question:পানির কয়টি অবস্থা?
পানির তিনটি অবস্থা। যথা- ১. কঠিন; ২. তরল ও ৩. বায়বীয়।
Question:পদার্থ বলতে কী বুঝায়? শক্তির অপচয় ঘটে এমন ঘটনার তিনটি উদাহরণ দাও।
যার ওজন আছে, যা স্থান দখল করে ও বল প্রয়োগ করলে বাধা দেয় তাই পদার্থ। পদার্থ নানা করম হতে পারে। যেমন- মাটি, পানি, বাতাস ইত্যাদি। পদার্থ কঠিন, তরল, গ্যাসীয় অবস্থায় থাকতে পারে। আমরা দৈনন্দিন জীবনে এমন অনেক কাজ করে থাকি যাতে করে শক্তির অপচয় হয়। যেমন- ১. অনেক সময় অপ্রয়োজনে ঘরের বৈদ্যুতিক বাতি, পাখা এগুলো চালিয়ে রাখি। এতে করে বিদ্যুৎ শক্তির অপচয় ঘটে। ২. অপ্রয়োজনে অগ্রসরে চুলা জ্বালিয়ে রাখার কারণে দেশের অতি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ নষ্ট হচ্ছে। ৩. আমাদের দেশে যানজটের কারণে প্রতিদিন প্রচুর তেল ও গ্যাস অপচয় হচ্ছে এবং এক্ষেত্রে অনেক যান্ত্রিক শক্তিরও অপচয় ঘটছে।
Question:বরফ কীভাবে পানিতে পরিণত হয়? দুধ কেন তরল পদার্থ? তিনটি কারণ লেখ। কোনো কিছু না মুছে বোতলের ভেতরে লেগে থাকা পানি দূর করা ১টি উপায় লেখ।
তাপের ফলে বরফ পানিতে পরিণত হয়। দুধ একটি তরল পদার্থ। এর তিনটি কারণ হলো- ১. দুধের পরমাণুগুলোর মধ্যকার বন্ধুন শিথিল থাকে, পরমাণু গুলো চলাচল করতে পারে এবং এদের মধ্যকার গড় দূরত্ব ঠিক থাকে। ২. দুধের নির্দিষ্ট কোনো আকার নেই কিন্তু, আয়তন আছে। ৩. দুধকে তাপ দিয়ে এমন অবস্থায় আনা যায় যে দুধের পরমাণু শ্যে বন্ধুন থাকে না। তখন তারা জায়গা দখল করে কিন্তু তা নির্দিষ্ট নয়। কোনো কিছু দিয়ে না মুছে বোতলের ভেতরে লেগে থাকা পানি তাপ প্রয়োগ করে দূর করা যায়।
Question:পদার্থের ক্ষুদ্র তম কণিকার নাম লেখ। পানিপূর্ণ গ্লাসে এক টুকরা পাথর ফেললৈ, কিছু পানি উপচে পড়বে, এর পেছনে পদার্থের কোন বৈশিষ্ট্য কাজ করেছে তা একটি বাক্যে লেখ। ঝড়ের সময় গাছপালা নাড়ানোর পেছনে কোন শক্তি কাজ করে? বসত বাড়িতে শক্তির অপচয় বন্ধ করা যায় এমন দুটি পরামর্শ লেখ।
পদার্থের ক্ষুদ্রতম কণিকার নাম পরমাণু। এখানে পদার্থের জায়গা দখলের বৈশিষ্ট্যটি কাজ করে। ঝড়ের সময় গাছপালা নাড়ানোর পেছনে বায়ুশক্তি কাজ করে। বসত বাড়িতে শক্তির অপচয় বন্ধ করা যায় এমন দুইটি পরামর্শ হলো- ১. প্রয়োজন শেষে বৈদ্যুতিক বাতি, পাখা, টিভি ইত্যাদির সুইচ বন্ধ রাখা। ২. রান্না শেষে গ্যাসের চুলা বা হিটারি বন্ধ রাখা।