বিজ্ঞান - পঞ্চম শ্রেণি



  1. Question:পদার্থ কাকে বলে? পদার্থের কঠিন দশার তিনটি বৈশিষ্ট্য লেখ। 

    Answer
    যার ওজন আছে, যা জায়গা দখল করে এবং বল প্রয়োগ করলে বাধার সৃষ্টি করে তাকে পদার্থ বলে। 
    পদার্থের কঠিন দশার তিনটি বৈশিষ্ট্য হলো-
    ১. পদার্থের পরমাণুগুলো নির্দিষ্ট অবস্থানে সাজানো থাকে।
    ২. এদের মধ্যে দৃঢ় বন্ধন বিদ্যমান।
    ৩. এদের আয়তন নির্দিষ্ট।






    1. Report
  2. Question:সোলার প্যানেল কী? সম্পদের ব্যবহারের ৩টি পদ্ধতি লেখ। 

    Answer
    সোলার প্যানেল এমন একটি যন্ত্র যা দিয়ে সৌর শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করা যায়। কাচ ও বিশেষ মৌল দিয়ে এই প্যানেল তৈরি হয়। ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে সৌর প্যানেল ব্যবহার করে স্বল্প মাত্রায় সৌর বিদ্যুৎ  উৎপাদন করা হচ্ছে। দিনের বেলায় এটি কাজ করে। এর সাহায্যে ব্যাটারি চার্জ হচ্ছে। দিনের এটি কাজ করে। এর সাহায্যে ব্যাটারি চার্জকরে রাখলে রাতেও এর সুবিধা ভোগ করা যায়। এতে পরিবেশের কোনোরূপ ক্ষতি হয় না।
    সম্পদের পরিকল্পিত ব্যবহার করতে তিনটি কৌশল অবলম্বন করা যেতে পারে। এগুলো হলো-
    প্রথমত, ব্যবহারের মাত্রা কমানো। বিকল্প সম্পদের ব্যবহারের মাধ্যমে এটি কারা যায়।
    দ্বিতীয়ত, অপ্রয়োজনীয় ব্যবহার বন্ধ করা। যেমন- বাড়িঘর, স্কুল, কলেজ, অপিস, কারখানায় সম্পদের অপচয় না করা।
    তৃতীয়ত, পুনঃব্যবহার এবং পুনরুৎপাদন। যা নবায়নযোগ্য শক্তি ব্যবহারের মাধ্যমে করা যায়।






    1. Report
  3. Question:রিপন সাইকেল চালিয়ে কলেজে যায়। সাইকেল চালাতে তার কোনটির প্রয়োজন হয়? সাইকেলের এই চলমান শক্তিকে কী বলে? এর তিনটি উৎসের নাম লেখ। 

    Answer
    সাইকেল চালাতে বিপনের বেশি শক্তির প্রয়োজন হয়। কোনো চলমান বস্তুর শক্তি হলো এই ধরনের যান্ত্রিক শক্তি।
    যান্ত্রিক শক্তির তিনটি উৎস হলো- ১. বায়ুকল, ২. বাস ও ৩. রিকসা ইত্যাদি।






    1. Report
  4. Question:জেমি তার গৃহস্থালি কাজে বিভিন্ন শক্তির ব্যবহার করে। এই শক্তি এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তন হওয়াকে কী বলে? এর ৪টি পরিবর্তিত রূপ দেখাও। 

    Answer
    শক্তির এক রূপ থেকে অন্য রূপের পরিবর্তন হলো শক্তির রূপান্তর।
    শক্তির ৪টি পরিবর্তিত রূপ নিম্নরূপ:
    ১. সৌর প্যানেল সৌরশক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করে।
    ২. টেলিভিশন চালালে বিদ্যুৎশক্তি আলোক, তাপ, শব্দ শক্তিতে রূপান্তরিত হয়।
    ৩. কাঠ, কয়লা পোড়ালে তাপশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়।
    ৪. উদ্ভিদ খাদ্য তৈরির ক্ষেত্রে আলোকশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হবে।






    1. Report
  5. Question:তোমার মা রান্না শেষে চুলা বন্ধ করে দেয়। এতে তিনি কোন শক্তির সংরক্ষণ করতে পারেন? এভাবে তুমি শক্তি সংরক্ষণের ৪টি উপায় লেখ। 

    Answer
    চুলা বন্ধ করে অনবায়নযোগ্য শক্তি সংরক্ষণ করা যায়।
    শক্তি সংরক্ষণের ৪টি ‍উপায় হলো-
    ১. ব্যবহারের পর বৈদ্যুতিক বাতি এবং যন্ত্রপাতি বন্ধ রাখা।
    ২. প্রয়োজনের অতিরিক্ত সময় রেফ্রিজারেটর খোলা না রাখা।
    ৩. প্রয়োজনের অতিরিক্ত সময় রেফ্রিজাটের খোলা না রাখা।
    ৪. বাতি না জ্বালিয়ে পর্দা সরিয়ে দিনের আলো ব্যবহার করা।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd