বিজ্ঞান - পঞ্চম শ্রেণি



  1. Question:শিমুল বরফের আইস্ক্রিম খায়। এই কঠিন পদার্থটির সূক্ষ্ম কণাকে কী বলে? এটি একত্রিত হয়ে কী গঠন করে? পদার্থের তিনটি অবস্থার নাম লেখ। 

    Answer
    পদার্থের সূক্ষ্ম কণাকে পরমাণু বলে।
    দুই বা ততোধিক পরমাণু একত্রিত হয়ে অণু গঠন করে।
    পদার্থের তিনটি অবস্থা  হলো-
    ১. কঠিন; ২. তরল এবং ৩. বায়বীয়।






    1. Report
  2. Question:শক্তি কী? শক্তির রূপান্তরের উদাহরণ ৪টি বাক্যে লেখ। 

    Answer
    কাজ করার সামর্থ্যকে শক্তি বলে।
    নিচের উদাহরণসহ শক্তির রূপান্তর আলোচনা করা হলো-
    ১. সূর্যের আলো শোষণ করে উদ্ভিদ খাদ্য তৈরি করে, ফলে সূর্যের আলো রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হলো।
    ২. কাঠ, কয়লা পোড়ানোর ফলে রাসায়নিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়।
    ৩. সৌর প্যানেলে সৌরশক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা হয়।
    ৪. জেনারেটরে কয়লা বা তেলের রাসায়নিক শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করা হয়।






    1. Report
  3. Question:আমাদের দৈনন্দিন জীবনে শক্তির ৫টি ব্যবহার লেখ। 

    Answer
    আমাদের দৈনন্দিন জীবনে শক্তির ৫টি ব্যবহার হলো-
    ১. রান্না করতে তাপশক্তির ব্যবহার করা হয়।
    ২. বিদ্যুৎ শক্তি ব্যবহার করে বাতি জালানো হয়।
    ৩. শব্দ শক্তি ব্যবহার করে আমরা গান শুনি।
    ৪.সৌরশক্তি ব্যবহার করে বিদ্যৎ উৎপাদন করি।
    ৫. বিদ্যুৎ শক্তি ব্যবহার করে বৈদ্যুতিক পাখা চালানো হয়।






    1. Report
  4. Question:পদার্থ ও শক্তির মধ্যে ৫টি পার্থক্য লেখ। 

    Answer
    পদার্থ ও শক্তির মধ্যে ৫টি পাথ্যক্য হলো-
    পদার্থ :
    ১. যার ওজন আছে, জায়গা দখল করে, তাই পদার্থ।
    ২. পদার্থকে সৃষ্টি বা ধ্বাংস করা যায়।
    ৩. আকার ও আকৃতি থাকে।
    ৪. এর তিনটি দশা বিদ্যমান।
    ৫. বাই, টেবিল হলো পদার্থের উদাহরণ।
    
    শক্তি :
    ১. কাজ করার সামর্থ্য হলো শক্তি।
    ২. শক্তিকে কেবল রূপান্তর করা যায়।
    ৩. কোনো আকার বা আকৃতি নেই।
    ৪. শক্তির নানান দশা থাকে।
    ৫. বিদ্যুৎ শক্তি, সৌরশক্তি হলো শক্তির উদাহরণ।






    1. Report
  5. Question:শক্তির সংরক্ষণ জরুরি কেন? পাঁচটি বাক্যে লেখ। 

    Answer
    শক্তির সংরক্ষণ জরুরি কারণ-
    ১. শক্তির উৎস  নিঃশেষ হলে সহজে তা পাওয়া যায় না।
    ২. শক্তির সংরক্ষণ না করলে ভবিষ্যৎ আমাদের প্রয়োজনে শক্তি পাওয়া যাবে না।
    ৩. শক্তির সংরক্ষণ করা না হলে পরিবেশের নানা ক্ষতি ও দূষণ ঘটবে।
    ৪. শক্তির উপর আমাদের দৈনন্দিন জীবন নির্ভরশীল। শক্তির সংরক্ষণ না হলে দৈনন্দিন জীবনের প্রতিটি কাজ বিঘ্নিত হবে।
    ৫. শক্তি সংরক্ষণের ফলে আমরা প্রাকৃতিক পরিবেশ বজায় রাথকে  পারি।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd