Question:শিমুল বরফের আইস্ক্রিম খায়। এই কঠিন পদার্থটির সূক্ষ্ম কণাকে কী বলে? এটি একত্রিত হয়ে কী গঠন করে? পদার্থের তিনটি অবস্থার নাম লেখ।
Answer
পদার্থের সূক্ষ্ম কণাকে পরমাণু বলে। দুই বা ততোধিক পরমাণু একত্রিত হয়ে অণু গঠন করে। পদার্থের তিনটি অবস্থা হলো- ১. কঠিন; ২. তরল এবং ৩. বায়বীয়।